
পশ্চিমবঙ্গের অন্যতম পর্যটন কেন্দ্র মুকুটমণিপুর। আর এবার সেই মুকুটমণিপুরকে ‘গ্রিন এন্ড ক্লিন’ (স্বচ্ছ ও পরিবেশবান্ধব) রূপ দেবার জন্য সচেষ্ট রাজ্য সরকার। এই এলাকার নবরূপায়ন এবং সৌন্দৰ্য্যায়নের জন্য ইতিমধ্যে রাজ্য সরকারের তরফ থেকে ৫ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে বলে সূত্র মারফত জানা যাচ্ছে। এই প্রকল্পে কংসাবতী নদীর তীরকে সুন্দর ভাবে তৈরী করা হবে। সেই সঙ্গে মুকুটমণিপুর এবং বারুঘুটুর সংযোগকারী বিটুমিনাস রাস্তাকে আরো শক্ত করবার জন্য অতিরিক্ত ৪৫ লক্ষ টাকা দেওয়া হয়েছে বলেও জানা যাচ্ছে। পাশাপাশি উন্নততর পর্যটনের কথা মাথায় রেখে তৈরী হয়েছে মুকুটমণিপুর উন্নয়ন পর্ষদ। গত বছরের ডিসেম্বর মাসে মুখ্যমন্ত্রীর পক্ষ থেকে ডাকা একটি বৈঠকে এই পর্ষদের গঠনের কথা জানানো হয়েছিল।

আপনার মতামত জানান -