
গত রবিবার মুকুল রায় জানিয়েছেন যে বঙ্গ রাজনীতিতে বিজেপির জায়গা সুপ্রতিষ্ঠিত করবার জন্য আগামী ২৩ শে ডিসেম্বর থেকে তিনি বঙ্গ সফরে বেরোবেন। বঙ্গ রাজনীতিতে প্রচলিত ধারণা হল এবং মুকুল রায় নিজেও গর্ব করে বলেন, রাজ্যের প্রতিটি বুথকে নাকি হাতের তালুর মতো চেনেন সদ্য বিজেপিতে যোগ দেওয়া নেতা মুকুল রায়। আর সেই সত্যতা প্রমাণ করতে ম্যাপ পয়েন্টিংয়ে ভরসা রাখছেন তিনি। সূত্রের খবর অনুযায়ী পশ্চিমবঙ্গের প্রতিটি এলাকা তিনি ম্যাপ ধরে ধরে এগোবেন এবং কোথায় কি রঙ অর্থাৎ কোথায় তাঁর নিজের দলের সাংগঠনিক হাল কেমন তার পর্যালোচনা তুলে আনবেন।
উত্তরবঙ্গ থেকে শুরু হওয়া তাঁর এই সফর চলবে এক মাস বলে বিজেপি সূত্রে জানা যাচ্ছে। তাঁর সফরসঙ্গীর তালিকা এখনো চূড়ান্ত না হলেও বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ তাঁর এই সফরে সঙ্গী হবার ইচ্ছে প্রকাশ করেছেন বলে জানা যাচ্ছে। অবশ্য রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, বিজেপি কর্মীদের মধ্যে নিজের গ্রহণযোগ্যতা তৈরি করতেই এই পদক্ষেপ মুকুল রায়ের।