
কিছুদিন আগেই এক বেসরকারি বৈদ্যুতিন সংবাদমাধ্যমকে বিজেপিনেতা মুকুল রায় জানিয়েছিলেন পঞ্চায়েতে বিজেপি ভালো ফল করতে পারবে না কিন্তু তৃণমূল কংগ্রেস অবশ্যই খারাপ ফল করবে। যদিও তিনি তার সঙ্গেই আশঙ্কা প্রকাশ করেন শাসকদল হয়তো ঠিকভাবে ভোট হতে দেবে না। কিন্তু কার্যক্ষেত্রে দেখা যাচ্ছে এখন থেকেই তিনি পঞ্চায়েত ভোটকে পাখির চোখ করে ফেলেছেন। এই নিয়ে তাঁর সঙ্গে রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষের একপ্রস্থ আলোচনা হয়ে গেছে। ফলে মুকুলবাবু তাঁর প্রস্তাবিত অন্যান্য সফর ও কর্মসূচি আপাতত বাতিল করে দিচ্ছেন।
সূত্রের খবর, মুকুলবাবু চান তিনি এবং দিলীপ বাবু বঙ্গের দুই দিক থেকে জেলা সফর শুরু করবেন। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিজেপি সাংগঠনিক ভাবে দুর্বল তাই মুকুল বাবু তাঁর সফর শুরু করবেন এই সব জেলাগুলি দিয়ে। সেখানে তিনি বিজেপি কর্মীদের সাথে পরিচয় ঝালিয়ে নেয়ার সাথে সাথে তাঁর পুরোনো সহকর্মী ও অনুগামীদের সাথেও যোগাযোগ গড়ে তুলবেন। অন্যদিকে উত্তরবঙ্গে বিজেপির একটা ‘হাওয়া’ আছে বলে রাজ্য বিজেপির অনুমান, আর তাই উত্তরবঙ্গ থেকে ঘর গোছানোর কাজটা সম্পূর্ণ করবেন দিলীপবাবু। দুই নেতা মিলে নাকি আগামী পঞ্চায়েত নির্বাচনে ৬০ হাজার বুথে বুথ কমিটি তৈরী করতে চান। এখন দেখার বাস্তবে কতটা কার্যকরী হয় বঙ্গ বিজেপির দুই নেতার এই জেলা সফর।