
কলকাতার এক ওয়েব পোর্টালে প্রকাশিত খবরের পরিপ্রেক্ষিতে আমরা আগেই জানিয়েছিলাম মুকুল রায়ের ঘনিষ্ঠ দুই নেতা সিআইডিএর রাডারে। তার মধ্যে একজনকে (দেবাশীষ দাস) সিআইডি ইতিমধ্যেই গ্রেপ্তার করেছে। অপরজন, সুজিত শ্যামের বাড়িতে (বাঁকুড়ার ইন্দাসে) সিআইডি হানা দিলেও সুজিতবাবুকে পায় নি।
কলকাতার আরেক ওয়েব পোর্টালের খবর অনুযায়ী এইবার এই দুই নেতার সঙ্গে মুকুলবাবুর ঘনিষ্ঠ যোগাযোগ থাকায় তাঁকেও সিআইডি ডাকতে পারে। এই নিয়ে ঘনিষ্ট মহলে মুকুল বাবু জানিয়েছেন, প্রতিহিংসার রাজনীতি করছে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ – বলেও ওই পোর্টালে দাবি করা হয়েছে। যদিও এই খবরের সত্যতা বা সূত্র প্রিয়বন্ধু বাংলার পক্ষে যাচাই করা সম্ভব হয় নি। এই প্রবন্ধ সম্পূর্ণরূপে ওই ওয়েব পোর্টালের খবরের পরিপ্রেক্ষিতে লেখা, কোনভাবেই রাজনৈতিক উদ্যেশ্যপ্রণোদিত নয় বা কোনো ব্যক্তি বা দলের সম্মানহানির চেষ্টায় রচিত নয়।