
সমস্ত জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে শেষ পর্যন্ত বিজেপিতেই যোগদান করলেন মুকুল রায়। শুক্রবার বিকেল সাড়ে পাঁচটা নাগাদ নয়াদিল্লিতে বিজেপির সদর দফতর ১১ অশোকা রোডে কৈলাস বিজয়বর্গীর হাত থেকে উত্তরীয় নিয়ে বিজেপির সদস্য হয়ে গেলেন তৃণমূলের একদা চাণক্য৷ সেখানে তখন উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপির বর্ষীয়ান নেতা রবিশঙ্কর প্রসাদ।
বিজেপিতে যোগ দিয়েই কার্যত হুঙ্কার দিয়ে রাখলেন মুকুল রায়, তিনি জানান, ২০২১-এ রাজ্যে ক্ষমতায় আসবে বিজেপি৷ ২০১৯-এ লোকসভা ভোটেও ভাল ফল করবে তাঁর দল৷ আর এই ভাল ফল করার কারণ হিসাবেই তিনি বাংলার মানুষের হাঁফিয়ে ওঠার কথা দাবি করেছেন৷
আপনার মতামত জানান -