
গতকাল রানিগঞ্জের রেল মাঠে আয়োজিত বিজেপির সভায় যোগ দিয়ে মুকুল রায় রাজ্যের মন্ত্রী মলয় ঘটক সহ শাসকদলের চার বিধায়ক ও এক কাউন্সিলরকে সরাসরি বিজেপিতে যোগ দেবার আহ্বান জানালেন। মুকুলবাবু প্রকাশ্য সভা থেকে নাম করে বলেন, মন্ত্রী মলয় ঘটক তাঁর ভাই অভিজিত্কে নিয়ে কোনও কাজ করতে পারছেন না, তাঁর কোনও কথা মেয়র জিতেন্দ্র তিওয়ারি শুনছেন না। তাপস বন্দ্যোপাধ্যায় হাঁসফাঁস করছেন, একই হাল উজ্জ্বল চট্টোপাধ্যায়েরও। বিধান উপাধ্যায়ও বুঝতে পারছেন, কী ভাবে দলে কোণঠাসা হয়ে যেতে হচ্ছে। মলয়বাবু সহ এঁদের বলতে চাই, ঠিক সময়ে দল ছেড়ে বেরিয়ে এসে বিজেপিতে যোগ দিন।
স্বাভাবিকভাবেই প্রকাশ্য দলীয় সভা থেকে শাসকদলের হেভিওয়েটদের নাম করে এইভাবে খোলা আহ্বান জানানোয় রীতিমত শোরগোল পরে গেছে রাজ্য রাজনীতিতে। কিন্তু গতকালই সন্ধ্যাবেলায় আসানসোলে তৃণমূল কংগ্রেসের জেলা সদর দফতরে তিন বিধায়ক এবং জেলা সভাপতি ভি শিবদাসনকে পাশে বসিয়ে মন্ত্রী মলয় ঘটক স্পষ্টভাষায় জানান, কাঁচড়াপাড়ার বাবু যেটাই বলুন না কেন, আমাদের হাসি পাচ্ছে। ওঁর কথা শুনলে মিরজাফরের চোখেও জল আসবে। পশ্চিম বর্ধমানে আমরা যাঁরা তৃণমূলের বিধায়ক, নেতা-কর্মী রয়েছি, তাঁরা খুব ভাল আছি। আমাদের কথা ভাবতে হবে না, উনি নিজের কথা ভাবুন। দুদিন পরে বিজেপি থেকে মুকুল এমনিই ঝরে যাবে।