
যত দিন যাচ্ছে, ততই ভারতের জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে। এই বিষয়টি নিয়ে নানা মহলে নানা চিন্তা, ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। আর এই পরিস্থিতিতে অনেকেই বলছেন যে ভারতের জনসংখ্যা নিয়ন্ত্রণ করা দরকার। কিন্তু জনসংখ্যা বৃদ্ধির এই মুহূর্তে কি বলছেন সঙ্ঘপ্রধান মোহন ভাগবত! সূত্রের খবর, এদিন উত্তরপ্রদেশের মোরাদাবাদের এক সভায় বক্তব্য রাখতে গিয়ে জনসংখ্যা নিয়ন্ত্রণ নিয়ে নিজের মত পোষণ করেন সঙ্ঘপ্রধান। তিনি বলেন, “দেশে জনসংখ্যা নিয়ন্ত্রণ আইন জরুরী। কারও যাতে সন্তান সংখ্যা 2 এর বেশি না হয়, তা নিশ্চিত করতে হবে। একমাত্র এভাবেই জনসংখ্যা বৃদ্ধিতে লাগাম পরানো সম্ভব।” তবে জনসংখ্যা নিয়ন্ত্রণ নিয়ে মোহন ভাগবত এই ধরনের কথা বললেও, তাকে মান্যতা দিতে নারাজ অনেকেই।
WhatsApp-এ প্রিয় বন্ধু মিডিয়ার খবর পেতে – ক্লিক করুন এখানে।
আমাদের অন্যান্য সোশ্যাল মিডিয়া গ্রূপের লিঙ্ক – টেলিগ্রাম, ফেসবুক গ্রূপ, ট্যুইটার, ইউটিউব, ফেসবুক পেজ।
আমাদের Subscribe করতে নীচের বেল আইকনে ক্লিক করে ‘Allow‘ করুন।
এবার থেকে আমাদের খবর পড়ুন DailyHunt-এও। এই লিঙ্কে ক্লিক করুন ও ‘Follow‘ করুন।
গণতান্ত্রিক রাষ্ট্রে এই নিয়ম অনেক ক্ষেত্রেই লংঘনের কারণ হবে বলে মনে করছেন একাংশ। জানা যায়, এদিন রাম মন্দির নিয়েও বেশ কিছু সংখ্যক পদাধিকারীদের সঙ্গে বৈঠক করেন মোহন ভাগবত। যেখানে তিনি বলেন, “রাম মন্দির সংঘের প্রধান এজেন্ডা ছিল। খুব শিগগিরই মন্দির তৈরি হবে। রাম মন্দির ট্রাস্টের পর সংঘ এই ইস্যু থেকে সম্পূর্ণ পৃথক হয়ে যাবে। সংঘের পরবর্তী পদক্ষেপ দেশে দুই সন্তান গ্রহণের আইন চালু করা। যাতে জনসংখ্যা বৃদ্ধি নিয়ন্ত্রণ করা যায়।” কিন্তু সঙ্ঘ প্রধান জনসংখ্যা বৃদ্ধি নিয়ন্ত্রণে এই ধরনের কথা বললেও, তা কতটা বাস্তবায়িত হয় এবং এই বিষয় নিয়ে বিতর্ক ঠিক কোন জায়গায় পৌঁছয়! সেদিকেই নজর থাকবে সকলের।