
শনিবার দিল্লীর সিবিএসই বোর্ডের দ্বাদশ শ্রেণীর ফল প্রকাশিত হলো। আর এদিনই ছিলো কেন্দ্রে নরেন্দ্র মোদীর নেতৃত্বে সরকার গঠনের বর্ষপূর্তির চার বছর। কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী সোস্যাল নেটওয়ার্কিং সাইটে মোদী সরকারের মূল্যায়ন করে একটি রিপোর্ট কার্ড প্রস্তুত করলেন। বিভিন্ন বিষয় ছিলো এই রিপোর্ট কার্ডের অন্তর্ভূক্ত।
আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে
সেগুলি হলো যথাক্রমে কৃষি, বিদেশনীতি, তেলের দাম, কর্মসংস্থান, স্লোগান তৈরি, নিজের প্রমোশন ও যোগব্যায়াম। এরমধ্যে সবেতেই প্রধানমন্ত্রী মোদী পেয়েছেন ‘এফ’ গ্রেড, ‘এ প্লাস’ পেয়েছেন শুধু স্লোগান তৈরি ও নিজের প্রমোশনের বিষয়ে। যোগব্যায়ামে পেয়েছেন ‘বি মাইনাস’। কংগ্রেস এই দিনটি ‘বিশ্বাসঘাতকতা দিবস’ হিসেবে পালন করছে। কংগ্রেস সভাপতি এদিন সাংবাদিক বৈঠক করে বিদ্রুপ করে বললেন, ”বিশ্বের সবচেয়ে জনপ্রিয় নেতা ও পরিশ্রমী প্রধানমন্ত্রী উপহার দিয়েছে বিজেপি। প্রধানমন্ত্রী ১৫ থেকে ১৮ ঘণ্টা কাজ করেন প্রতিদিন। আমরা প্রধানমন্ত্রীকে নিয়ে গর্বিত।”