
সম্প্রতি বৃহন্মুম্বই মিউনিসিপ্যাল কর্পোরেশন (বিএমসি) চোদ্দোশো সাফাই কর্মীকে ছাঁটাই করল। জানা যাচ্ছে শহরের এই পুরসভার সাফাই কর্মীদের চাকরীর কোনো নিরাপত্তাই নেই। সাফাইকর্মীদের চাকরীর স্থায়ীকরণের দাবি বহুদিনের। বিএমসি কিছুদিন আগে এই দাবি মেটাতে উদ্যোগী হয়। সুপ্রিম কোর্টে , বিএমসি সাফাই কর্মীদের চাকরি স্থায়ী করার উদ্দেশ্যে আর্জি জানায়। কিন্তু এর অল্প সময় পরে বিএমসি লক্ষ্য করে সুপ্রীম কোর্টে পেশ করা সাফাইকর্মীদের নথিতে তাঁদের নামের বানানে ভুল রয়েছে।
আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে
শুধুমাত্র এই কারণেই বিএমসি চোদ্দোশো সাফাই কর্মীকে বরখাস্ত করে। এদিকে পুরসভার এই সিদ্ধান্তের বিরোধীতা করে ক্ষুব্ধ কর্মীরা মুম্বইয়ের আজাদ ময়দানে প্রতিবাদ দেখাতে শুরু করেন। কর্মী সংগঠনের এক নেতার থেকে জানা গেলো নয় মাস আগে সুপ্রীম কোর্টের নির্দেশে সাফাই কর্মীদের স্থায়ী করা হয়। কিন্তু এরপরে আদালতে সাফাই কর্মীদের পেশ করা নথিতে কিছু নামের বানানে ভুল বের হওয়ায় বিএমসির সাফাই কর্মীদের কাজ থেকে বরখাস্ত করে। যদিও বিএমসির তরফ থেকে জানা গিয়েছে, ওই কর্মীরা অস্থায়ী ছিলেন, তাই তাঁদের কাজ থেকে সরানো হয়েছে। বশ্য অস্থায়ী কর্মীদের থেকে জানা গিয়েছে বিএমসি আগাম কোনও নোটিস জারি না করেই আইন বিরুদ্ধ ভাবে তাঁদের কাজ থেকে বরখাস্ত করেছে।