
যতদিন যাচ্ছে নারদ তদন্তে আরো বেশি করে জড়িয়ে যাচ্ছে কলকাতার মেয়র শোভন চট্টোপাধ্যায়ের পরিবারের সদস্যদের নাম। সূত্রের খবর, নারদকাণ্ডে ফের তলব করা হল মেয়র শোভন চট্টোপাধ্যায়ের স্ত্রী রত্না চট্টোপাধ্যায়কে। এই নিয়ে তাঁকে চতুর্থবার তাঁকে জেরার জন্য তলব করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি), আগের তিনবারের মতো এবারও হাজিরা না দিলে তদন্তে অসহযোগিতার অভিযোগে রত্নার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে পারে ইডি৷ অন্যদিকে মেয়র শোভন চট্টোপাধ্যায়ের শ্যালককেও তলব করল ইডি। তলব করা হয়েছে শ্যালক ঘনিষ্ঠ এক ব্যবসায়ীকেও।
নারদকাণ্ডে ইতিমধ্যেই দফায় দফায় জেরার মুখে পড়েছেন রাজ্যের দমকলমন্ত্রী তথা কলকাতার মেয়র শোভন চট্টোপাধ্যায়। জানা যাচ্ছে রত্নাদেবীর ব্যাঙ্ক অ্যাকাউন্ট খতিয়ে দেখে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য উঠে এসেছে তদন্তকারীদের হাতে। সূত্রের খবর, মেয়রের স্ত্রীর ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে তাঁর ভাইয়ের অ্যাকাউন্টে মোটা টাকার লেনদেন হয়েছে। সেই টাকা আবার চলে গিয়েছে এক ব্যবসায়ীর অ্যাকাউন্টে। সেই নিয়েই বিশদে জানতে চায় তদন্তকারী সংস্থা।