
এবার ন্যাসকাম-এর তরফ থেকে কলকাতা পুলিশের সাইবার সেল পেল এক্সসিলেন্সের পুরস্কার।গুড়গাঁওয়ে আয়োজিত ন্যাসকম-এর ডেটা সিকিউরিটি কাউন্সিল অফ ইন্ডিয়ার সেমিনারে শ্রেষ্ঠর পুরস্কার তুলে দেওয়া হল কলকাতা সাইবার সেলের হাতে।ভারতের সকল রাজ্যের সাইবার সেলের প্রতিনিধিদের নিয়ে গুড়গাঁওয়ে সর্বভারতীয় স্তরে একটি সেমিনার অনুষ্ঠিত করা হয়েছিল।এই অনুষ্ঠানে কলকাতা পুলিশের সাইবার সেল ক্যাপাসিটি বিল্ডিং অফ ল এনফোর্সমেন্ট বিভাগে শ্রেষ্ঠ হয়।
এই সুখবরটি কলকাতা পুলিশ তাদের ফেসবুক পেজে আপলোড করে জানায়।সেখানে পুলিশের পক্ষ থেকে জানানো হয়, ‘সাইবার সেল আমাদের গর্বিত করেছে। কলকাতা পুলিশের সাইবার পুলিশ সেল এ বছরের ন্যাসকম-ডিএসসিআই এক্সিলেন্স অ্যাওয়ার্ড পেয়েছে ক্যাপাসিটি অফ ল এনফোর্সমেন্ট বিভাগে। গুড়গাঁওয়ে অনুষ্ঠিত একটি সেমিনারে এই পুরস্কার আমাদের হাতে তুলে দেওয়া হয়। সেখানে দেশের সব রাজ্যের সাইবার সেলের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এই জাতীয় স্বীকৃতি আমাদের আরও কঠোর পরিশ্রম করতে অনুপ্রেরণা জোগাবে।’