গতকাল একদিকে যখন নোটবন্দির বর্ষপূর্তিতে রাজ্যজুড়ে কালা দিবস পালন করছে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস, ঠিক তখনই বিজেপির দাবিতে বেশ অস্বস্তিতে রাজ্য সরকার ও শাসকদল। গত ২০১৬ সালের ৮ই নভেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হঠাৎ করে ৫০০ ও ১০০০ টাকার নোট বাতিল ঘোষণা করেন আর প্রথমদিন থেকেই এর প্রবল বিরোধিতা করতে থাকেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর মতে এরফলে কর্মহীন হয়ে পড়েছেন হাজার হাজার গরিব মানুষ। আর তাই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী রাজ্য বাজেট পেশের সময় অর্থমন্ত্রী অমিত মিত্রের মাধ্যমে কর্মহারা মানুষদের সাহায্যের জন্য ২৫০০কোটি টাকা বরাদ্দ ঘোষণা করেন। রাজ্যের কর্মহীন দক্ষ কারিগরদের ব্যবসা করার জন্য ৫০ হাজার টাকা করে ৫০ হাজার লোককে দেয়ার কথা ঘোষণা করা হয়।
এখন নোটবন্দির বর্ষপূর্তিতে বিজেপির তরফে দাবী, কারা কারা টাকা পেয়েছে তাদের নামের তালিকা রাজ্য সরকার প্রকাশ করুক না হলে আমারই (বিজেপি) সেই তালিকা প্রকাশ করে দেব। এরসঙ্গে বিজেপির আরো দাবী, সাধারণ মানুষ কে ধোঁকা দিয়ে দলের কর্মীদের টাকা পাইয়ে দেয়ার জন্য রাজ্য বাজেটে ২৫০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছিল, কারা কারা সেই টাকা পেয়েছে সেই তালিকা আমাদের হাতে আছে। যদিও এই নিয়ে রাজ্য সরকারের তরফে এখনো কোনো বিবৃতি পাওয়া যায় নি।
বিজেপির চালে নতুন ‘চাপে’ রাজ্য সরকার ও শাসকদল
আপনার মতামত জানান -