আজ, ঝাড়গ্রামে একটি সরকারি অনুষ্ঠান মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আন্দোলনকারী আশা কর্মীদের উদ্দেশ্যে চরম হুঁশিয়ারি দিলেন। আশা কর্মীদের অবস্থার জন্য তিনি সামগ্রিক ভাবে কেন্দ্রকে দায়ী করার পাশাপাশি বিরোধী বামফ্রন্টকেও তুলোধোনা করেন। মুখ্যমন্ত্রী বলেন –
১. আপনাদের (আশা কর্মীদের) কাজ পরিষেবা দেওয়া
২. নিজেদের কাজ ভুলে আন্দোলন করলে ‘না ঘর কা না ঘাট কা’ অবস্থা বানিয়ে দেব
৩. আশা কর্মীদের ভুল বোঝানো হচ্ছে, আন্দোলনের নামে ওদের কাছ থেকে টাকা তোলা হচ্ছে
৪. কলকাতায় নিয়ে গিয়ে বিক্ষোভ দেখানো হচ্ছে, আশা কর্মীদের ভুল বুঝিয়ে পার্টি ফান্ডের জন্য টাকা তোলার চেষ্টা করছে সিপিএম
৫. মনে রাখবেন, ওদের সঙ্গে যোগাযোগ রাখলে ফল ভালো হবে না
৬. ওদের কথা শুনে আন্দোলন করলে আমি প্রকল্পই তুলে দেব
৭. ওদের মুখে বড় বড় কথা
৮. জানেনা কী কেন্দ্র সরকার আশা কর্মীদের জন্য টাকা পাঠানো বন্ধ করে দিয়েছে?
৯. শুধুমাত্র রাজ্য সরকারের টাকায় আশা কর্মীদের প্রকল্প চলছে
১০. বেশি আন্দোলন করলে প্রকল্পই তুলে দেব
১১. টাকা নেই, তবুও আমি এই প্রকল্প চালিয়ে যাচ্ছি
১২. বেতন বাড়িয়েছি, সাইকেল দিয়েছি, ঘড়িও দিয়েছি
১৩. মাসে পাঁচ হাজার টাকা করে পাওয়ার ব্যবস্থা করে দিয়েছি
১৪. আমি চাই না প্রকল্প বন্ধ হয়ে যাক
১৫. তারপরেও যদি সিপিএমের কথা শুনে আন্দোলন করতে যায় তাহলে ‘না ঘর কা না ঘাট কা’ অবস্থা বানিয়ে দেব