গতকাল হাওড়ার ডুমুরজলায় দলীয় সমাবেশে রাজ্যের মুখ্যমন্ত্রী তথা রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসের সর্বময় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিস্ফোরক অভিযোগ আনেন বাম পরিষদীয় দলনেতা তথা রাজ্যে বিরোধীদের অন্যতম মুখ সুজন চক্রবর্তীর বিরুদ্ধে। তিনি সরাসরি সুজনবাবুর নাম চিটফান্ড কাঁদে জড়িয়ে দিলেন এদিন। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, বিজেপির সঙ্গে সিপিএমের বোঝাপড়া আছে, সিপিএমের ভোট বিজেপি পাচ্ছে। ত্রিপুরায় মানিক সরকার, এখানে সুজন চক্রবর্তী চিটফান্ডের মদতদাতা। কিন্তু কোনও সিপিএম নেতাকে সিবিআই হেনস্থা করে না।
আপনার মতামত জানান -