আজ বাঁকুড়ার সভা থেকে ফের একবার বিজেপিকে আক্রমণ করলেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।এদিন বিজেপিকে একটি অরাজনৈতিক দল বলেন। তিনি বলেন, “একটি অরাজনৈতিক দল উঠে এসেছে। যারা দলিত হিন্দু, মুসলিম, আদিবাসী, তপশিলিদের মধ্যে ভাগাভাগির চেষ্টা করছে। ভুল বুঝবেন না। ওদের কথা বিশ্বাস করবেন না। ওরা চক্রান্ত করে।”এছাড়া তিনি বিজেপির বিরুদ্ধে টাকা বিলানোর অভিযোগ করে বলেন, “এমনিতে ওরা দু’টাকা সাহায্য চাইলে দেয় না। কিন্তু, ভোট এলেই ওরা টাকা বিলোয়। টাকা বিলিয়ে ভোট চায়। ওই টাকায় হাত দেবেন না। ওটা পাপের টাকা। ওই টাকায় হাত দিলে শান্তি নষ্ট হবে। ওই টাকায় হাত দিলে উগ্রপন্থী তৈরি হবে। জঙ্গলমহলে একইভাবে মাওবাদীরা শান্তি নষ্ট করেছিল।”তিনি কেন্দ্র সরকারের বিরুদ্ধে ভাতা বন্ধের অভিযোগ এনে বলেন,“কেন্দ্রীয় সরকারের টালবাহানার ফলে রাজ্যের আড়াই লাখ বয়স্ক মানুষ ভাতা পাচ্ছিলেন না। আমরা সেই সমস্যার সমাধান করে দিয়েছি। কেন্দ্র ICDS প্রকল্প তুলে দিতে চেয়েছিল। আমরা তা হতে দিইনি।” সব মিলিয়ে বিজেপিকে কোনঠাসা করেন তৃণমূল নেত্রী।
আজ বাঁকুড়ার সভা থেকে ফের একবার বিজেপিকে আক্রমণ করলেন তৃণমূলনেত্রী
আপনার মতামত জানান -