
এদিন বিশ্ব বাংলা প্রসঙ্গে মুখ্যমন্ত্রী মুখ খোলার পরেই আবার নতুন করে বিতর্ক শুরু হলো। বিজেপির রুপা গাঙ্গুলীর পর এবার লকেট চ্যাটার্জী মুখ্যমন্ত্রীকে তীব্র আক্রমণ করলেন এই প্রসঙ্গে তিনি বলেন, ‘‘তার মানে তো সরকারকে সামনে রেখে ব্যবসা করার প্রচেষ্টা৷ মুকুল রায়ের অভিযোগ যে সত্য তা তো মুখ্যমন্ত্রী নিজেই এদিন মেনে নিলেন৷ জনমানসে সকলে জানবেন বিশ্ব বাংলা সরকারি ব্র্যাণ্ড, তারপর ভবিষ্যতে ক্ষমতা থেকে চলে গেলে সেই লোগো নিজের কাছে ফিরিয়ে বন্দ্যোপাধ্যায় পরিবার ব্যবসা করবে৷ এর থেকেই তো স্পষ্ট, মুখ্যমন্ত্রী নিজের পরিবার ছাড়া আর কিছু বোঝেন না৷’’
ফেসবুকে আমাদের নতুন ঠিকানা, লেটেস্ট আপডেট পেতে আজই লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে
আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে।
আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে।
সাথে এও বলেন ‘‘ওঁনার মধ্যে আমিত্ব ভাবটা রয়েছে৷ তা না হলে আমার না বলে উনি তো বলতেন-আমাদের, বাংলার সকল মানুষের৷’’ বিজেপি এই নিয়ে আন্দোলন চালাবে একথাও স্পষ্ট করে দিয়েছেন তিনি। তিনি জানালেন ‘‘হাওয়ায় চটির আড়ালে বাংলার মানুষকে প্রতারণা করা হবে আর আমরা চুপ করে থাকব, তা হবে না৷ আমাদের ধারাবাহিক আন্দোলন চলবে৷’’