একদিকে কেন্দ্রের বাজেট পেশ করবার আগেই চ্যালেঞ্জ জানাতে বাজেট পেশ করেছিল রাজ্য সরকার।তার উপর সেই বাজেটে ঘোষিত মুখ্যমন্ত্রীর রূপশ্রী প্রকল্প শাসকদলকে নানান সমালোচনায় ফেলে দিয়েছে।এদিন তাই কোচবিহারে বিজেপির জেলা কার্যালয়ে উপস্থিত থেকে সাংবাদিকদের মুখোমুখি হয়েছে লকেট চট্টোপাধ্যায় বলেন, “রাজ্যে শিশুদের ধর্ষিত হয়ে শৈশবেই প্রাণ হারাতে হচ্ছে। শিশু ও মহিলাদের সুরক্ষিত না করে তাদের বিয়ের কথা ভেবে কী লাভ? এই প্রকল্পের কোনও মানে নেই।”
তিনি মুখ্যমন্ত্রীর প্রস্তাবিত নানান প্রকল্পের সমালোচনা করে বলেন,ইতিমধ্যে বিভিন্ন প্রকল্প বাস্তবায়িত করবার নামে ৩ লক্ষ ৬৬ হাজার টাকার ঋণ নিয়েছে রাজ্য।সেই সকল টাকার কোনটা মেলা আবার কোনটা খেলাতে লুটিয়ে বেড়াচ্ছেন মুখ্যমন্ত্রী।তিনি আরও বলেন,আবার দেখবার বিষয় কতগুলি প্রকল্প প্রকৃত পক্ষে বাস্তবায়িত হয় আগামী বছরে।
আপনার মতামত জানান -