প্রচারে কেউ তাই খামতি রাখছেন না। আজ যুবরাজ তৃণমূল প্রার্থীর হয়ে প্রচারে যাবেন অভিষেক ব্যানার্জী। আর সেখানেই যুবরাজের হাত ধরে বিজেপির প্রায় কয়েকশো কর্মী তৃণমূলে যোগ দিতে চলেছেন বলে জানা গেছে।কারা কারা আজ বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিতে পারেন দেখে নিন –
১. আলোরানী সরকার (সহ-সভাপতি,রাজ্য বিজেপি মহিলা মোর্চা,জোনাল অবজার্ভার,নবদ্বীপ জোন, ২০১৬ সালে বিধানসভা ভোট বীজপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী। )
২. মনিকা দাস ( সহ-সভাপতি,ব্যারাকপুর সাংগঠনিক জেলা ,মহিলা মোর্চা )
৩.অমিত মণ্ডল (সাধারণ সম্পাদক ,যুবমোর্চা,ব্যারাকপুর)
৪.সঞ্জয় বিশ্বাস (সাধারণ সম্পাদক ,যুবমোর্চা, নৈহাটী )
৫.সুভাষ রাজভর ( মিডিয়া কনভেনার,ব্যারাকপুরসাংগঠনিক জেলা )৬.রাজীব সূত্রধর (সভাপতি,যুবমোর্চা,কাঁচরাপাড়া)
৭.বীরেন্দ্র সিং (সভাপতি ,পাকসু মোর্চা ,ব্যারাকপুর সাংগঠনিক জেলা )
৮.দীপঙ্কর চক্রবর্তী (সহ সম্পাদক,যুবমোর্চা,ব্যারাকপুর )
৯. দিলু দাস (সাধারণ সম্পাদক,কাঁচরাপাড়া)
১০. শেখর দাস (সাধারণ সম্পাদক ,এস সি মোর্চা ,কাঁচরাপাড়া )
১১. অনুপ বিশ্বাস (সহ সভাপতি,ব্যারাকপুর)
১২. অরিন্দম সিকদার (সাধারণ সম্পাদক,হালিশহর )