উত্তরবঙ্গে বামেদের মিছিল ঘিরে তুলকালাম কান্ড। উত্তরবঙ্গ জুড়ে মাদক বন্ধ, জমি অধিগ্রহণে উপযুক্ত ক্ষতিপূরণ সহ মোট ১৭ দফা দাবিতে উত্তরকন্যা অভিযান করে ফরওয়ার্ড ব্লক। অভিযোগ, মিছিল শুরু হতেই ব্যারিকেড করে তা আটকে দেওয়া হয়। ফলে শুরু হয়ে যায় মিছিলে অংশগ্রহণকারী ও পুলিশের ধস্তাধস্তি। মিছিল থেকে রাজ্য ও কেন্দ্র সরকারের বিরুদ্ধে মুহুর্মুহু স্লোগান উঠতে থাকে।
এদিনের আন্দোলন প্রসঙ্গে ফরওয়ার্ড ব্লকের রাজ্য সম্পাদক নরেন চট্টোপাধ্যায় বলেন, ফরওয়ার্ড ব্লকের আন্দোলনের জেরেই বাম আমলে উত্তরবঙ্গ উন্নয়ন পর্ষদ গড়ে তোলা হয়েছিল, তবে তা বিধিবদ্ধ হয়নি। বর্তমান রাজ্য সরকার ক্লাবের মত ছোটো ছোটো পর্ষদ গড়ে তুলছেar উলটোদিকে বিজেপি গোটা দেশকে টুকরো টুকরো করছে। আমরা চাই আগে উন্নয়ন পর্ষদ বাস্তবায়িত করা হোক, অন্যথায় এই আন্দোলন চলবেই। এর সঙ্গে এইমস উত্তরবঙ্গ থেকে কলকাতায় স্থানান্তরিত হওয়ায় তিনি ক্ষোভ উগরে দেন এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জবাবদিহি দাবি করেন।
উত্তরবঙ্গে বাম অভিযান ঘিরে তুলকালাম কান্ড
আপনার মতামত জানান -