গতকাল রাত্রে হরিরামপুর থানার গোকর্ণ গ্রাম পঞ্চায়েতে একটি অনুষ্ঠানের আয়োজন করে তৃণমূল। আর সেখানে কংগ্রেস ও সিপিআইএম ছেড়ে প্রায় ৯০ জন যোগ দিলেন তৃণমূল কংগ্রেসে। তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন স্থানীয় তৃণমূল নেতা মিজ়ানুর রহমান। দক্ষিণ দিনাজপুরের এই পঞ্চায়েত বাম ও কংগ্রেসের হাতে রয়েছে কিন্তু কর্মী সমর্থকরা দুর্নীতির অভিযোগ তুলে এদিন দল ছাড়েন।তৃণমূলে যোগ দিয়ে এদিন কংগ্রেস নেতা কর্মীরা বলেন মমতা ব্যানার্জির আদর্শ ও উন্নয়ন দেখেই আমরা তৃণমূলে যোগদান করলাম। বহুদিন ধরে আমরা কংগ্রেস করে আসছি। কিন্তু, এখানকার নেতারা কোনও কাজ করছেন না। আমাদের কথা শুনছেন না। নিজের মতো করেই তাঁরা কাজ করছেন। আসলে আমাদের কোনও গুরুত্ব ছিল না তাঁদের কাছে। সাধারণ মানুষের কাজ হচ্ছে না বলেই আমরা তৃণমূলে যোগ দিয়েছি। আগামীদিনে আমরা এই পার্টিতে থেকেই উন্নয়নের কাজ করব। আর তৃণমূল নেতা মিজ়ানুর রহমান বলেন তৃণমূল কংগ্রেসের নীতি, আদর্শ ও উন্নয়ন দেখে অনুপ্রাণিত হয়ে প্রায় ৯০ জন মানুষ আজ আমাদের দলে যোগদান করেন। এর ফলে আগামী পঞ্চায়েত নির্বাচনে আমরা এখান থেকে নিশ্চয় জয়ী হব।
সিপিআইএম ,কংগ্রেস ছেড়ে বহুকর্মী যোগ দিলো তৃণমূলে
আপনার মতামত জানান -