সবং উপনির্বাচনে হচ্ছে না বাম-কংগ্রেস জোট। বামফ্রন্ট সেখানে একলা চলার নীতি নিয়েছে, ফলে এককভাবে প্রার্থী ঘোষণা করে দিল বামেরা। সূত্র মারফত জানা যাচ্ছে বামেদের প্রার্থী হচ্ছেন পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের বিরোধী দলনেত্রী রীতা মণ্ডল জানা।
প্রসঙ্গত, ২০১৬ সালের বিধানসভা ভোটে বাম-কংগ্রেস জোট করেই ওই আসনে প্রার্থী দিয়েছিল এবং জোট প্রার্থী হিসেবে মানস ভুঁইয়া প্রায় ৫৯ শতাংশ ভোট পেয়েছিলেন।
ফলে রাজনৈতিক বিশ্লেষকদের ধারণা, এই উপনির্বাচনেও জোট হলে লড়াই হত হাড্ডাহাড্ডি। কিন্তু সেই সম্ভাবনায় জল ঢেলে, আলিমুদ্দিন স্ট্রিটের পার্টি অফিসে থেকে বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু ঘোষণা করেন, এই উপনির্বাচনে কোন জোট বা আসন সমঝোতা হচ্ছে না, বামফ্রন্ট একলা চলার নীতি নিয়েছে। আর তারপরেই প্রার্থী হিসাবে রীতাদেবীর ঘোষণা করে দেন তিনি।
আপনার মতামত জানান -