
সময়টা মোটেই ভালো যাচ্ছে না রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা দাপুটে তৃণমূল নেতা কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীর। প্রবল বাম জামানাতেও যে ইংরেজবাজার আসনে তাঁকে কেউ ধরতে-ছুঁতে পারত না, সেখানেও হল পরাজয়, ফলে হাত থেকে গেল মন্ত্রীত্ত্ব। তারপরে আবার যার কাছে তিনি পরাজিত হলেন সেই নীহার রঞ্জন ঘোষ যোগ দিলেন শাসকদলে, ফলে হাত থেকে গেল ইংরেজবাজার পুরসভার দায়িত্ত্ব। এরপরেই হৃদরোগে আক্রান্ত হয়ে প্রায় মৃত্যুর মুখ থেকে ফিরে এলেন। কিন্তু মাত্র কদিন আগেই মালদহ জেলার শাসকদলের সাংগঠনিক পুনর্বিন্যাসে ঠাঁই হল না কোনো কমিটিতেই, রাজনৈতিক বিশেষজ্ঞদের ধারণা ‘ডানা ছাঁটা’ হল তাঁর।
আর এসবের পরেই এবার বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেলেন কোনো রকমে। অল্পের জন্য রক্ষা পেলেন প্রাণে। স্থানীয় সূত্রে জানা যাচ্ছে, গতকাল সন্ধ্যের সময় বৈষ্ণবনগর এলাকা থেকে কাজ সেরে ইংরেজবাজারে ফিরছিলেন তিনি। ৩৪ নম্বর জাতীয় সড়কের ওপর হঠাৎই উল্টো দিক থেকে দ্রুত গতিতে আসা একটি লরি নিয়ন্ত্রণ হারিয়ে তাঁর গাড়িতে ধাক্কা মারে, চালকের তৎপরতায় কোনো রকমে প্রাণে রক্ষা পান রাজ্যের প্রাক্তন এই মন্ত্রী। ঘটনাস্থালে পুলিশ গিয়ে প্রথমে লরি ও চালককে আটক করে, পরে চালককে গ্রেফতার করা হয় বলে জানা যাচ্ছে। কৃষ্ণেন্দুবাবু আপাতত সুস্থ ও নিরাপদে আছেন বলেও জানা গেছে।