
বেজে গেছে কর্ণাটক বিধানসভা নির্বাচনের দামামা। এরই মধ্যে সামনে এসেছে ইন্ডিয়া টুডে-কারভি ইনসাইটসের জনমত সমীক্ষা। সেই সমীক্ষা অনুযায়ী –
আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে
কংগ্রেস পেতে পারে ৯০-১১০ টি আসন
বিজেপি পেতে পারে ৭৮-৮৬ টি আসন
জেডিএস ও বহুজন সমাজ পার্টির জোট পেতে পারে ৩৪-৪৩ টি আসন
অর্থাৎ ইন্ডিয়া টুডে-কারভি ইনসাইটসের জনমত সমীক্ষা অনুযায়ী কর্নাটকে এবার একক সংখ্যা গরিষ্ঠতা পাচ্ছে না কোনো দলই, বিধানসভা ত্রিশঙ্কু হওয়ার সমূহ সম্ভবনা।
ওই একই সমীক্ষার ভোট শতাংশ অনুযায়ী হিসাব এইরকম হতে পারে –
কংগ্রেস – ৩৭%
বিজেপি – ৩৫%
জেডিএস – ১৯%
অন্যান্য – ৯%
ওই একই সমীক্ষায় নির্বাচনে অংশগ্রহণকারী ভোটারদের কাছে রাখা হয়েছিল বাছা বাঁচা ৯ টি প্রশ্ন। একনজরে ডেকে নেওয়া যাক, সেই প্রশ্নের উত্তরের ভিত্তিতে কে কোথায় দাঁড়িয়ে –
১. মুখ্যমন্ত্রী হিসাবে সিদ্দারামাইয়া কেমন কাজ করেছেন?
খুব ভালো – ১০%
ভালো – ২৮%
গড়পড়তা – ৩১%
বাজে – ২০%
খুব বাজে – ৯%
বলতে পারব না – ২%
২. ২০১৮ এর বিধানসভা নির্বাচনে মুখ্যমন্ত্রী হিসাবে কে সবচেয়ে এগিয়ে?
সিদ্দারামাইয়া – ৩৩%
বিএস ইয়েদুরাপ্পা – ২৬%
এইচডি কুমারস্বামী – ২১%
৩. আসন্ন বিধানসভা নির্বাচনে লিঙ্গায়েতরা কাকে মুখ্যমন্ত্রী হিসাবে চাইছেন?
বিএস ইয়েদুরাপ্পা – ৩৯%
সিদ্দারামাইয়া – ২৩%
এইচডি কুমারস্বামী – ১৭%
৪. আসন্ন বিধানসভা নির্বাচনে ভোক্কালিগাদের সমর্থন কার দিকে?
বিএস ইয়েদুরাপ্পা – ২৬%
সিদ্দারামাইয়া – ২৬%
এইচডি কুমারস্বামী – ৩৩%
৫. কাবেরী ইস্যু নিয়ে রায় কি কংগ্রেসের সুবিধা করেছে?
হ্যাঁ – ৪৯%
না – ৩৪%
জানি না – ১৭%
৬. এই নির্বাচনে লিঙ্গায়েতদের দাবি বড় ইস্যু বলে মনে করছেন?
হ্যাঁ – ৫২%
না – ২৮%
জানি না – ২০%
৭. আসন্ন বিধানসভা নির্বাচনে ব্রাহ্মণরা কাকে মুখ্যমন্ত্রী হিসাবে চাইছেন?
বিএস ইয়েদুরাপ্পা – ৩৪%
সিদ্দারামাইয়া – ২০%
এইচডি কুমারস্বামী – ১৯%
৮. আসন্ন বিধানসভা নির্বাচনে দলিতরা কাকে মুখ্যমন্ত্রী হিসাবে চাইছেন?
সিদ্দারামাইয়া – ৪১%
বিএস ইয়েদুরাপ্পা – ২০%
এইচডি কুমারস্বামী – ১৯%
৯. আসন্ন বিধানসভা নির্বাচনে হিন্দুরা কাকে মুখ্যমন্ত্রী হিসাবে চাইছেন?
সিদ্দারামাইয়া – ৩১%
বিএস ইয়েদুরাপ্পা – ২৯%
এইচডি কুমারস্বামী – ২২%