
কর্ণাটকের রাজনৈতিক পরিস্থিতি জমজমাট। একক বৃহত্তম দল হয়েও কর্নাটকে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা পাচ্ছে না বিজেপি। সরকার গড়ার জন্য যেখানে দরকার ১১২ টি আসন, সেখানে বিজেপির জেতা ও এগিয়ে থাকা আসন সংখ্যা এই মুহূর্তে ১০৪, অন্যদিকে কংগ্রেসের আসন সংখ্যা ৭৮, জেডিএসের ৩৭ এবং অন্যান্যরা ৩ টি আসন। অর্থাৎ কংগ্রেস ও জেডিএসের মিলিত আসন সংখ্যা ১১৫, যা তাদের সংখ্যাগরিষ্ঠতা দিচ্ছে।
এই অবস্থায় কংগ্রেসের পক্ষে দায়িত্ত্বপ্রাপ্ত নেতা গুলাম নবি আজাদ সোনিয়া গান্ধীকে জানান যে কর্নাটকে বিজেপিকে আটকাতে, কংগ্রেস বেশি আসন পেলেও নিজেরা সরকার না গড়ে, জেডিএস নেতা তথা প্রাক্তন প্রধানমন্ত্রী এইচডি দেবেগৌড়ার পুত্র কুমারস্বামীকে মুখ্যমন্ত্রী পদে সমর্থন করুক। সোনিয়া গান্ধীর সবুজ সংকেত মিলতেই গুলাম নবি আজাদ এই কথা জেডিএসকে জানান। কর্ণাটক সূত্রের খবর, কংগ্রেসের এই সমর্থ স্বীকার করছেন কুমারস্বামী নিজে এবং জেডিএস সুপ্রিম দেবগৌড়া। ফলে যদি শেষপর্যন্ত ১০৪ তেই থেমে যায় বিজেপির দৌড়, সেক্ষেত্রে কর্ণাটকের নতুন মুখ্যমন্ত্রী হচ্ছেন কুমারস্বামী।