রাজ্যে এখন পঞ্চায়েত ভোটের হাওয়া বইছে।সব রাজনৈতিক দল নিজেদের গদি পাকা করবার তাগিদে নানান সমাবেশে ব্যস্ত।কিছুদিন পূর্বে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় তিনদিনের সমাবেশীয় সফরে কাঁকসা,পুরুলিয়া,এবং বাঁকুড়ায় গিয়েছিলেন।কাঁকসাতে নানান সমালোচনায় মুখর তৃণমূল কর্ত্রী বলেন, বিজেপির ভাষায় তৃণমূল কথা বলে মানুষের মধ্যে ভাগাভাগির কাজ করে না তারা।তিনি রাজস্থানের চূড়ান্ত অমানবিক ঘটনার তীব্র নিন্দাও করেন এই সভায়।মুখ্যমন্ত্রী বলেন যে তৃণমূলের দ্বারা নির্মিত নানান প্রকল্পের সুবিধা সকল মানুষ পাচ্ছে। তিনি বলেন, আসানসোল দুর্গাপুরে IT পার্ক তৈরি হয়েছে,ছ’হাজার ক্ষুদ্রশিল্প তৈরি হয়েছে।কিছু পরবর্তী প্রকল্পের কথাও তিনি জানিয়ে বলেন নিম্ন দামোদরে বন্যা নিয়ন্ত্রণে নতুন প্রকল্প নেওয়া হয়েছে,১৭টি পানীয় জলপ্রকল্প রূপায়িত হবে, নিশ্চয়যানের পাশাপাশি মাতৃযানের সূচনা হবে,১৬৫ কোটি টাকা ব্যায়ে ওই সেতু তৈরি করা হবে,কাঁকসার অজয় নদের উপর সেতু হবে।বক্তব্যের দ্বারা তিনি অনুব্রতকেও তার ভাষার সংযতকরণের নির্দেশ দেন।প্রসঙ্গত এই সকল সভার মূল উদ্দেশ্য ছিল ভোটের দলের প্রচার।
কাঁকসার সভা থেকে কি বললেন তৃণমূল নেত্রী একনজরে দেখে নিন
আপনার মতামত জানান -