রেলওয়ে নিয়োগ সেলের থেকে পাওয়া খবরের ভিত্তিতে জানা যাচ্ছে, ভারতীয় রেল মন্ত্রকের অধীন সেন্ট্রাল রেলওয়েতে পার্মানেন্ট পোস্টে স্কাউট ও গাইড কোটায় লেভেল ১ ও লেভেল ২ তে ১২ টি পোষ্ট খালি আছে। এই পোস্টগুলির আবেদনের জন্য কোনও রিজার্ভেশন নেই।বিশদ তথ্য, শিক্ষাগত যোগ্যতা, বয়ঃসীমা, নির্বাচন প্রক্রিয়া, বেতন, ইত্যাদি নীচে দেওয়া হল –
শিক্ষাগত যোগ্যতা:
এনসিভিটি কর্তৃক প্রদত্ত আইটিআই / ন্যাশনাল এন্ট্রেনটিসশিপ সার্টিফিকেট (এন.এ.সি) এর সাথে ৫০% মার্কস ও মাধ্যমিক/উচ্চমাধ্যমিক পাশ বা এর সমমানের পরীক্ষায় পাশ করা প্রার্থীরা এই পদের জন্য যোগ্য। আবেদনকারীকে রাষ্ট্রপতি স্কাউট, গাইড, রোভার, রেনার, হিমালয় কাঠ ব্যাজ (এইচ.ডব্লিউ.বি) এর কোনো একটি বিষয়ে অভিজ্ঞতা থাকতে হবে।
বয়ঃসীমা:
প্রার্থীদের বয়স সীমা ১ লা জানুয়ারী ২০১৮ তারিখের হিসাবে ১৮-৩১ বছরের হতে হবে। এসসি ও এসটি প্রার্থীদের জন্য ৫ বছর, এবং ওবিসিদের জন্য ৩ বছর এবং সরকারি নিয়মের জন্য পি.ডব্লিউ.ডি প্রার্থীদের জন্য ১০ বছরের ছাড় থাকছে।
বেতন:
আর.আর.সি, সি.আর মুম্বাই এ নির্বাচিত প্রার্থীকে
১৮,০০০-৫৬,৯০০/- টাকা দেওয়া হবে লেভেল 1 এর জন্য ও
১৯,৯০০-৬৩,২০০ /- টাকা দেওয়া হবে লেভেল 2 এর জন্য
বিস্তারিত সেন্ট্রাল রেলওয়ে এর ওয়েবসাইটে পাওয়া যাবে।