জঙ্গলমহলের পাঁচ জেলা নিয়ে আয়োজিত হলো মহাক্রীড়া উৎসব ২০১৭। পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া ও বীরভূমের প্রায় ৪৫ হাজার প্রতিযোগী অংশগ্রহণ করেছিল এই প্রতিযোগিতায়।ফুটবল, তীরন্দাজি, কাবাডির পাশাপাশি ছিল আদিবাসী নৃত্য আর ঝুমুর নাচের প্রতিযোগিতাও।প্রতিযোগিতায় সেরারা কেউ পেয়েছে মোটর সাইকেল,স্কুটি,এলইডি টিভি,সাইকেল,আবার কেউ পেয়েছে মোবাইল ফোন,পেডেস্টাল ফ্যান।এমনিতেই জয় আর পুরস্কারের আনন্দে মাতোয়ারা প্রতিযোগীদের খুশির সীমাকে আরো অনেক গুন্ বাড়িয়ে মুখ্যমন্ত্রী ঘোষণা করলেন বিজিতদের অনেককে সরকারের পক্ষ থেকে পুলিশের চাকরির সুযোগ দেওয়া হবে।একই সাথে যারা অংশগ্রহণ করেছিল, চাকরির ক্ষেত্রে বিশেষ যোগ্যতা হিসাবে ধরা হবে।মুখ্যমন্ত্রীর এই ঘোষণায় সমগ্র প্রতিযোগিতার মহল আবার উচ্ছাসে নেচে উঠে ছিল।বস্তুত জঙ্গলমহলকে আরও উন্নত করবার আশায় রত মুখ্যমন্ত্রী খেলোয়াড়দের মধ্যে নতুন আশা সঞ্চার করবার উদ্যেশে বলেন,”প্রতিযোগিতায় যাঁরা ভালো ফল করেছেন, সেরা হয়েছেন, তাঁরা পুলিসে চাকরির সুযোগ পাবেন। আর যাঁরা জঙ্গলমহল কাপে অংশ নিয়েছিলেন, চাকরি পরীক্ষার আবেদনে তা বাড়তি যোগ্যতা বলে ধরা হবে। “

আপনার মতামত জানান -