
জঙ্গলমহলে শাসকদলের অস্বস্তি বাড়িয়ে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিলেন কয়েকশো নেতা কর্মী। রাজ্যের পঞ্চায়েত নির্বাচনে জঙ্গলমহলে ভালো ফল করেছে বিজেপি। যার ফলে শাসকদল একটু অস্বস্তিতে আছে। জোর দেওয়া হচ্ছে বিজেপির উঠানের কারণ খাটিয়ে দেখার। সাথে সেখানে নেতা কর্মীদেরকেও নির্দেশ দেওয়া হয়েছে যে জঙ্গলমহলে জনসংযোগ বাড়াতে আর এর মধ্যেই জঙ্গলমহলকে নিজেদের করে নিতে মাঠে নেমেছে বিজেপি।
আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে
এদিন তৃণমূল ছেড়ে বিজেপি-তে যোগ দিলেন শাসকদলের নেতা কর্মী সমেত প্রায় প্রায় কয়েকশো কর্মী-সমর্থক। জামবনি ব্লকের যুব তৃণমূল কংগ্রেসের কার্যকরী সভাপতি শেখ বাবলু সমেত প্রায় ৫০০ জন অন্য নেতা কর্মী এদিন দল ছেড়ে বিজেপিতে যোগ দিলেন। এদিন যোগদানকারীদের হাতে দলীয় পতাকা তুলে দেন ঝাড়গ্রাম জেলা বিজেপি-র সভাপতি সুখময় সৎপতি। এদিন বাবূলবাবুর অনুগামীরা বিজেপিতে যোগ দিয়ে জানান যে পঞ্চায়েত ভোটে টিকিট দেওয়া হয়নি তাঁদের অনেককে ফলে তাঁরা দল ছেড়ে বিজেপিতে যোগ দিলেন। এই নিয়ে বিজেপির দাবি আস্তে আস্তে বিজেপি আরো শক্তিশালী হবে।