দক্ষিণ ২৪ পরগনার সুকান্ত কলেজের তৃণমূল ছাত্র পরিষদের সাধারণ সম্পাদক আলাউদ্দিন সাঁফুইকে মারধরের অভিযোগ উঠল যুব তৃণমূল কর্মীদের বিরুদ্ধে।এদিন বিকালে কলেজের তৃণমূল কর্মীদের সঙ্গে একটি আলোচনা সভা শেষ করে কলেজের বাইরে দাঁড়িয়ে ফোনে কথা বলছিলেন ওই সম্পাদক। অভিযোগ সেই সময় স্থানীয় যুব তৃণমূল কর্মীরা এসে তাকে মারধর করে।মারপিটের আওয়াজ শুনে কলেজের ভিতর থেকে ছাত্র পরিষদের কর্মীরা বেরিয়ে আসলে ঘটনাস্থল থেকে পালায় অভিযুক্তরা।খবর পাবার পর পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতির সামাল দেয়।আহত আলাউদ্দিনকে বাসন্তী ব্লক হাসপাতালে নিয়ে যায় স্থানীয় যুব তৃণমূল কর্মীরা।গোটা ঘটনাকে ঘিরে সমগ্র কলেজ চত্বরে চাঞ্চল্য ছড়িয়েছে।
আলাউদ্দিনের অভিযোগ,তাকে বার বার তৃণমূল নেতা কর্মীদের সঙ্গ ছেড়ে যুব কর্মীদের সঙ্গে থাকবার জন্য হুমকি দেওয়া হত।তার ধারণা এর জন্যই তাঁকে মারধর করা হয়।গোটা ঘটনার উপর ভিত্তি করে করে ইতি মধ্যেই থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।অভিযোগের ভিত্তিতে পুলিশ নিজেদের অনুসন্ধান শুরু করে দিয়েছে।
আপনার মতামত জানান -