
প্রকাশ্যে এল বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব, সূত্রের খবর পরিস্থিতি এমন জায়গায় পৌঁছেছে যে এবার একেবারে পদত্যাগ করতে চান শিলিগুড়ি যুবমোর্চার সভাপতি। স্থানীয় সূত্রে জানা যাচ্ছে, গতসপ্তাহে উত্তরবঙ্গে সাংগঠনিক বৈঠক করেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, কেন্দ্রীয় পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয় এবং সদ্য দলে যোগ দেওয়া নেতা মুকুল রায়। সেই শীর্ষ নেতাদের উপস্থিতিতেই গোষ্ঠীকোন্দলের জেরে শিলিগুড়ি যুবমোর্চার সভাপতি পদ থেকে পদত্যাগ করতে চান রাজ ভট্টাচার্য।
পরবর্তীকালে অবশ্য রাজ্যনেতা প্রতাপ বন্দ্যোপাধ্যায়ের হস্তক্ষেপে তিনি পদত্যাগপত্র প্রত্যাহার করে নেন। পরে সাংবাদিকদের রাজ ভট্টাচার্য জানান, সংগঠনের কাজে বাধা এবং নানা কর্মসূচিতে অবাঞ্ছিত হস্তক্ষেপ হচ্ছিল। এই সব জটিলতা নিয়ে দলের নেতাদের সব কথা জানিয়েছি। তারপরই পদত্যাগের সিদ্ধান্ত নিই। তবে দলের রাজ্য সম্পাদক প্রতাপ বন্দ্যোপাধ্যায় আশ্বাস দিলে সেই সিদ্ধান্ত প্রত্যাহার করে নিই। দলের মধ্যে যদি কেউ কোনও সমস্যা তৈরি করতে চায় সেটা তাঁকে জানাতে বলেছেন। সেই বুঝে যথাযথ ব্যবস্থা নেওয়ার আশ্বাসও দিয়েছেন।