
গতরাত থেকে তৃণমূলের দুই গোষ্ঠী- গদাধর গোষ্ঠীর হাসেমের সঙ্গে কাজল গোষ্ঠীর ফিরোজের মধ্যে লড়াইয়ে এদিন উত্তপ্ত হয়ে উঠলো বোলপুর থানার বড়শিমুলিয়া গ্রাম। চলে বোমাবাজি এবং এলোপাথাড়ি গুলি। গুলিতে হাসেম শেখ ও ফিরোজ শেখ উভয়পক্ষের দু’জন আহত হয়েছেন বলে জানা গেছে। অন্যদিকে বোমাবাজির ফলে দশটির বেশি বাড়ি পুড়ে যায় বলে অভিযোগ উঠেছে। পরিস্থিতির সামাল দিতে গত রাতেই পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। এবং হাসেম শেখকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়। তবে আহত হাসেম শেখের ছেলে গোষ্ঠীদ্বন্দ্ব মানতে নারাজ। তাঁর দাবি সিপিআইএম -এর হার্মাদবাহিনী তাঁর বাবাকে গুলি করেছে। শুধু তাই নয়, তাঁর মা ও বউদিদের শ্লীলতাহানির চেষ্টা করেছে এবং বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে বলেও অভিযোগ তুলেছেন। পুরো বিষয়টি নিয়ে পুলিশ তদন্তে নেমেছে। এখনো অবধি অনুব্ররবাবুর তরফ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।