
প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – আজ ২৬শে সেপ্টেম্বর । এই দিনটি প্রতিবছর ফিরে ফিরে আসে। কোনো কোনো বছরে এই দিনটি নিছকই একটি সাধারণ দিন।আবার কোনো কোনো বছরে এই দিনটি বিশেষ ভাবে দাগ রেখে গেছে ইতিহাসের ধূসর পাতায়। চলুন, এক নজরে জেনে নিই ইতিহাসের পাতা উল্টে এই দিনটির বুকে ঘটে যাওয়া কিছু অমলিন ঘটনা —
১. ১৫৮০ সালের এই দিনে স্যার ফ্রান্সিস ড্রেক তাঁর সমুদ্র-পথে বিশ্ব-ভ্রমণ সমাপ্ত করে মাতৃভূমি ইংল্যান্ডে ফিরে আসেন।
২. ১৯০৭ সালের এই দিনে নিউজিল্যান্ড বৃটেনের কাছ থেকে স্বাধীনতা অর্জন করে।
৩. ১৯৫০ সালের এই দিনে জাতিসংঘ বাহিনী উত্তর কোরিয়ার কাছ থেকে সিউ পুনর্দখল করে।
৪. ১৮২০ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, তিনি ছিলেন উনিশ শতকের বিশিষ্ট বাঙালি শিক্ষাবিদ, সমাজ সংস্কারক ও গদ্যকার।
৫. ১৮৮৮ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন টি এস এলিয়ট, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজযী কবি, নাট্যকার ও সমালোচক।
৬. ১৯৩২ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন মনমোহন সিং, তিনি ভারতীয় রাজনীতিবিদ ও ১৪তম প্রধানমন্ত্রী।
ফেসবুকে আমাদের নতুন ঠিকানা, লেটেস্ট আপডেট পেতে আজই লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে
আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে।
আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে।
৭. ১৯৮৯ সালে এই দিনে মৃত্যুবরণ করেন হেমন্ত মুখোপাধ্যায়, তিনি ছিলেন একজন খ্যাতিমান বাঙালী কণ্ঠশিল্পী, সঙ্গীত পরিচালক ও প্রযোজক।
৮. ১৯৩২ সালের এই দিনে মহাত্মা গান্ধী এবং বি আর আম্বেদকর পুনা চুক্তিতে সম্মত হন।
৯. ১৯৬৮ সালের এই দিনে সুইজারল্যান্ড জাতিসংঘে যোগদান করে।
১০. ১৯২৩ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন দেব আনন্দ, তিনি ছিলেন ভারতীয় চলচ্চিত্র অভিনেতা ও পরিচালক।