কয়েকদিন আগেই সুস্থ হয়ে উঠেছেন তিনি। আর এবার দুর্ঘটনার কবলে পড়তে হল রাজ্যের উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষকে। সূত্রের খবর, এদিন তুফানগঞ্জ থানার পুলিশের পথ নিরাপত্তা কর্মসূচিতে যোগ দিতে যাচ্ছিলেন রাজ্যের উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী। অভিযোগ, অন্দরানফুলবাড়ি 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের কালিবাড়ি এলাকায় হঠাৎই মন্ত্রীর গাড়ির পেছনে তার কনভয়ের পুলিশভ্যান ধাক্কা মারে।
ফেসবুকে আমাদের নতুন ঠিকানা, লেটেস্ট আপডেট পেতে আজই লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে
আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে।
আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে।
জানা গেছে, এদিন সকাল পৌনে সাতটা নাগাদ মন্ত্রীর গাড়ি এই দুর্ঘটনার কবলে পড়ে। একাংশের মতে, সকালবেলা প্রবল কুয়াশার ফলেই এই দুর্ঘটনা ঘটেছে। তবে গাড়ির কিছুটা অংশ ক্ষতিগ্রস্ত হলেও, পুরোপুরি সুস্থ রয়েছেন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ। ইতিমধ্যেই এই ঘটনায় ক্ষতিগ্রস্ত পুলিশের গাড়িটিকে থানায় পাঠিয়ে দেওয়া হয়েছে। কিন্তু এটা কি সত্যিই দুর্ঘটনা, নাকি এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে!
এদিন এই প্রসঙ্গে রাজ্যের উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ বলেন, “আমি পুরোপুরি সুস্থ রয়েছি। দুর্ঘটনা হতেই পারে। কোনো তদন্তের বিষয়ে নেই। সকলেই সুস্থ আছি। থানায় কোনও অভিযোগ করছি না।” তবে অনেকেরই আশঙ্কা, সময়টা খুব একটা ভালো যাচ্ছে না রবীন্দ্রনাথ ঘোষের। কিছুদিন আগেই শারীরিক অসুস্থতা নিয়ে হাসপাতালে ভর্তি হতে হয়েছিল তাঁকে। আর চিকিৎসার পর কিছুটা সুস্থ হয়ে উঠলে, এবার ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেলেন মন্ত্রী। তবে রাজ্যের উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী যাতে সুস্থ এবং স্বাভাবিক থাকেন, তার জন্য এখন প্রার্থনা করতে শুরু করেছেন তার সকল অনুগামীরা।