গুজরাতে ষষ্ঠ বারের জন্য পাঁচ বছরের মতো আবার ক্ষমতায় আসতে চলেছে বিজেপি। বিজয় যতটা আনন্দের, ঠিক ততটাই দুঃখের হয়ে থাকল উঞ্ঝা বিধানসভার হার।
উঞ্ঝা আসনে ২০১২ সালে বিজেপি নেতা লালুদাস নারায়ণভাই ২৪ হাজার ২০১ ভোটে জিতেছিলেন। সেখানে আজ তাকে প্রায় 19 হাজারের বেশি ভোটে পরাস্ত করল কংগ্রেসের আশা প্যাটেল। আবার এদিকে ভাদগমে বিজেপি প্রার্থী হরখাভাই বিজয়কুমার চক্রবর্তীর হার। জয়ের পরেও বিজেপি নেতাদের কাছে এই ফলাফল বড় ভাবনার কারণ হয়ে দাঁড়াল এমনই দাবি শীর্ষ নেতৃত্বের।
আপনার মতামত জানান -