
বিজেপির হেভিওয়েট প্রার্থী ভূপেন্দ্র পটেল ঘটলোদিয়া থেকে ২০,০০০ ভোটে এগিয়ে গেলেন
হেভিওয়েট প্রার্থী জিগনেশ মেভানি ভাদগম থেকে ৭,০০০ ভোটে এগিয়ে গেলেন
অন্যদিকে, হিমাচল প্রদেশেও ভালো লড়াই করছে কংগ্রেস, হিমাচলে বিজেপি এগিয়ে৩৯ আসনে, কংগ্রেস ২২ ও অন্যান্যরা ৫ আসনে
বিজেপি সূত্রে খবর, ২০১২ এর থেকে ভালো ফলের আশা করছে তারা, ১৩১ টি আসন জয়ী হবে ন্যাপ বলে দলীয় সূত্রে দাবি
কংগ্রেস এখনো সরকার গোড়ার জন্য আশাবাদী, টুইটে জানালেন প্রিয়াঙ্কা গান্ধী
ইটা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে বড় ধাক্কা মত বিশেষজ্ঞদের
গুজরাটে বিজেপির অপেক্ষাকৃত খারাপ ফলের জের, শেয়ার সূচক পড়ল ৮৫০ পয়েন্ট
মুখ্যমন্ত্রী বিজয় রূপানি ৭,৬০০ ভোটে রাজকোট পশ্চিম আসনে এগিয়ে গেলেন
বর্তমানে বিজেপি ১০৩ টি আসনে এগিয়ে, কংগ্রেস এগিয়ে ৭৫ আসনে, অন্যান্যরা এগিয়ে ১ টি আসনে
এখনো পর্যন্ত যা ট্রেন্ড পাওয়া যাচ্ছে, তাতে মনে করা হচ্ছে গুজরাটে ষষ্ঠ বারের জন্য ক্ষমতায় আসতে চলেছে বিজেপি