তীব্র থেকে তীব্রতর হচ্ছে গুজরাটের রাজনৈতিক সংকট। গতকালই সামনে আসে যে নতুন মন্ত্রীসভায় উপমুখ্যমন্ত্রী নীতিন পটেলের ‘দানা ছাঁটায়’ তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন তিনি। নতুন মন্ত্রীসভা তিনদিন আগেই শপথ নিলেও এখনো নতুন দায়ভার বুঝে নেন নি তিনি, উল্টে হুমকি দিয়েছেন আগামী তিন দিনের মধ্যে তাঁকে তাঁর পুরোনো দপ্তর ফিরিয়ে না দিলে ইস্তফা দেবেন তিনি। আর সেই পরিস্থিতির সুযোগ নিয়ে কংগ্রেসের পাতিদার নেতা হার্দিক পটেল নীতিনকে বিজেপি থেকে ১০ বিধায়ক সহ বেরিয়ে আসার আমন্ত্রণ জানান, তাহলেই নাকি কংগ্রেসে ‘উপযুক্ত পদের’ ব্যবস্থা করে দেবেন।
এই পরিস্থিতিতে এবার নীতিন পটেলকে মুখ্যমন্ত্রী করার দাবিতে মেহসনা জেলায় বনধ ডেকে দিলেন পাতিদার নেতা লালজি পটেল। রাজ্যে পাতিদার আন্দোলনের আহ্বায়ক লালজি পটেল। তিনিই হার্দিক পটেলের সঙ্গে মিলে তৈরি করেছিলেন পাতিদার আনামত অন্দোলন। শনিবার তিনি উপ মুখ্যমন্ত্রী নীতিন প্যাটেলের বাসভবনে গিয়ে তাঁর সঙ্গে দেখা করেন। তাঁর দাবি নীতিন প্যাটেলের উপরে অবিচার হয়েছে। তাঁকে মুখ্যমন্ত্রী না করলে রাজ্য ব্যাপী বনধ ডাকা হবে। তিনি জানান, বিজেপি বারবার নীতিন ভাইয়ের সঙ্গে অবিচার করছে। আজ মেহসনার বিজেপি সমর্থকদের সঙ্গে নিয়ে তাঁর সঙ্গে দেখা করেছি। আমরা আগামী ১ জানুয়ারি মেহসনা বনধের ডাক দিয়েছি। একইসঙ্গে আরেক বিজেপি বিধায়ক নীতিনকে সমর্থন জানিয়ে ১০ বিধায়ক নিয়ে দল ছাড়ার হুমকি দিয়েছেন। ফলে সব মিলিয়ে অত্যন্ত গুজরাটের রাজনৈতিক সমীকরণ।
গুজরাটে সঙ্কট আরো তীব্র, এবার নীতিন পটেলকে মুখ্যমন্ত্রী করার দাবিতে বনধ
আপনার মতামত জানান -