আজকেই শেষ হল গুজরাটের দ্বিতীয় তথা শেষ দফার বিধানসভা নির্বাচন। আর ভোটগ্রহণের সময়সীমা শেষ হতেই একে একে সামনে আসতে শুরু করেছে বিভিন্ন সংস্থার করা বুথ ফেরত সমীক্ষা। নিজেদের বুথ ফেরত সমীক্ষা প্রকাশ করল নিউজ ১৮ ও সি ভোটার। আর নিউজ ১৮ ও সি ভোটারের করা বুথ ফেরত সমীক্ষা অনুযায়ী দেখা যাচ্ছে কংগ্রেস ভালো লড়াই করলেও গুজরাটে আবার ক্ষমতায় আসতে চলেছে বিজেপিই, যদিও বিজেপি নিজেদের করা ১৫০ টি আসনের দাবি থেকে অনেক পিছনেই শেষ করতে চলেছে। ওই সমীক্ষা অনুযায়ী,
বিজেপির দখলে থাকতে চলেছে অন্তত ১০৮ টি আসন
অন্যদিকে কংগ্রেস পেতে পারে ৭৪ টি আসন
আপনার মতামত জানান -