এবার বড়সড় প্রতারণার শিকার হলেন জনপ্রিয় অভিনেত্রী শ্রীলেখা মিত্র। সূত্রের খবর, তিনি প্রায় লক্ষাধিক টাকার প্রতারণার শিকার। ফলে তিনি দ্বারস্থ হয়েছেন পুলিশের। এখনও পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী, একটি লোন প্রদানকারী সংস্থার মাধ্যমে কয়েকমাস আগে একটি টিভি কেনেন তিনি। শর্তমত, সেই কোম্পানিটি প্রতি মাসে তাঁর একাউন্ট থেকে একটি নির্দিষ্ট পরিমান টাকা কেটে নেবে। আর সেইমত তিনি টেক্সট মেসেজ পাবেন তাঁর মোবাইলের একাউন্টে।
কিন্তু সেই একই লোন কোম্পানি থেকে শ্রীলেখা মিত্রের নাম ‘ব্র্যান্ড নেম’ হিসাবে ব্যবহার করে লক্ষাধিক টাকা লোন নেয় এক রূপচর্চা, লাইফস্টাইলের সংস্থান (এখনো নাম জানা যায় নি)। আর সেই লোনের জন্য প্রতিমাসে অভিনেত্রীর একাউন্ট থেকে বাড়তি টাকা কাটতে থাকে সেই লোন দেওয়া সংস্থা। তারজন্য নিয়মিত মেসেজ পেলেও, শ্রীলেখাদেবী প্রথমে মনে করেছিলেন যে এটা তাঁর টিভির ইএমআইএর মেসেজ, তাই প্রথমে এড়িয়ে গিয়েছিলেন। কিন্তু পরে সন্দেহ হওয়াতে ভালো করে খুঁটিয়ে দেখতেই ‘জালিয়াতি’ চোখে পরে তাঁর। আর তারপরেই পুলিশের কাছে অভিযোগ জানান তিনি। তবে তাঁর কার্ড ডিটেলস কি করে অন্য একটি কোম্পানি হাতিয়ে নিয়ে তাঁর নামে লোন নিল তা এখনো রহস্য।