
“নির্বাচন কমিশন মুখ্যমন্ত্রীর দলদাসে পরিণত হয়ে গিয়েছে। রাজ্যে ভোটের নামে প্রহসন চলছে।”এমনটাই অভিযোগ প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরীর।এদিন বিকালে স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং এর সঙ্গে বৈঠকে রাজ্য নির্বাচন কমিশন ও রাজ্য সরকারের উপর যাবতীয় ক্ষোভ উগরে দিলেন অধীর বাবু। প্রদেশ কংগ্রেস সভাপতি ভোটে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের দাবী করেন বলে জানা গেছে।
আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে
অধীরবাবু অভিযোগে জানান যে রাজ্যসরকার ও নির্বাচন কমিশনের কাছ থেকে পাওয়া তথ্য অনুযায়ী রাজ্যের ভোট বুথের সংখ্যার তুলনায় পুলিশি নিরাপত্তার পরিসংখ্যায় যথেষ্ট উদ্বেগপূর্ণ।এই হিসাবে প্রতি বুথে ১ জন করে সশস্ত্র পুলিশ দেওয়া সম্ভব নয়। এরফলে হিংসার বাতাবরণ তৈরি হবে। রাজনাথ সিং এদিন গুরুত্ব নিয়েই শুনেছেন অধীর বাবুর সমস্ত অভিযোগ।অন্যদিকে,অধীরবাবু আরো জানান যে যদি এরকম পরিস্থিতিতে একদফায় ভোট করাতে চায় তাহলে তাঁরা আবারও আদালতের দ্বারস্থ হবেন।এমনটাই জানা যাচ্ছে রাজনৈতিক সূত্রে খবর থেকে।