
রাজ্যে পঞ্চায়েত নির্বাচনের মনোনয়নপর্ব শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই হিংসার রাজনীতি সামনে আসে সমগ্র রাজ্যজুড়ে।বিভিন্ন উসকানিমূলক মন্তব্য নজরে আসে নেতাদের পরস্পরের বিরুদ্ধে।এমনই এক নজির গড়ল বিজেপি রাজ্যসভাপতি দিলীপ ঘোষ।তার হুংকারে প্রকাশিত হল শাসক দলের প্রতি ক্ষোভ।শনিবার সাফ জানালেন-” যেখানে বাধা সেখানে পাল্টা মার দিচ্ছি।
আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে
যেখানে আবার বাধা আসবে,সেখানেও পাল্টা মার দেবো।” আরো জানালেন এতোদিন তারা গুন্ডাদের পিটিয়েছেন এবার পান্ডাদের পেটানোর পালা। রাজ্যের বিজেপি সভাপতির এধরনের বিস্ফোরক মন্তব্যের উওরে তৃণমূল নেতা ফিরহাদ হাকিম জানান যে বিজেপি নেতাদের পায়ের তলার মাটি নেই তাই তারা বাজার গরম করার জন্যে ওসব কথা বলছে।এর জবাব দেবে মানুষ ভোটবাক্সে।বিজেপি নেতারা তাদের কথা দিয়েই পরিস্কার বুঝিয়ে দিচ্ছেন কারা সন্ত্রাসের রাজনীতি চালিয়েছে মনোনয়ন পর্বে।পঞ্চায়েতমন্ত্রী শাসকদলের বিশিষ্ট নেতা সুব্রত মুখোপাধ্যায়ও মুখ খুলেছেন এই কথার প্রেক্ষিতে।তিনি জানালেন এবার নাকি ১০০% আসনে জিতবে শাসকদল।বিজেপি যত হিংসা-হানাহানি করবে ততোই চওড়া হবে তাদের বিজয়ের পথ।