
এবার বড়সড় অস্বস্তিতে পড়তে চলেছেন উত্তর প্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী মুলায়ম সিংহ যাদব। এমনিতেই রাজনৈতিক অস্তিত্ত্ব সংকটে ভুগছেন বর্ষীয়ান এই রাজনৈতিক নেতা। তাঁর নিজের হাতে গড়া পার্টি পুরোপুরি চলে গেছে পুত্র অখিলেশের ‘কন্ট্রোলে’, তার উপরে বিজেপির বাড়বাড়ন্তে ক্রমশ কোনঠাসা হচ্ছেন। এই পরিপ্রেক্ষিতে রাজনৈতিক প্রেক্ষাপটে ভেসে থাকতে তিনি এক বিতর্কিত মন্তব্য করেন বলে রাজনৈতিক মহলের ধারণা। গত বুধবার তাঁর জন্মদিনের অনুষ্ঠানে মুলায়ম বলেন, দেশের অখণ্ডতা রক্ষার জন্য যদি আরও বেশি লোককে মারার প্রয়োজন পড়ত, নিরাপত্তা বাহিনী তা করত। প্রসঙ্গত, তত্কালীন মুখ্যমন্ত্রী মুলায়ম সিংহ যাদবের নির্দেশে পুলিশের গুলিতে ১৯৯০ সালে অযোধ্যায় ২৮ জন করসেবকের মৃত্যু হয়। সেই প্রসঙ্গে বলতে গিয়েই বর্ষীয়ান এই নেতা এমন বক্তব্য পেশ করেন।
আর এরপরেই তাঁর গ্রেপ্তারির দাবী জানায় বিশ্ব হিন্দু পরিষদ। এক মিডিয়া বিবৃতিতে ভিএইচপির তরফে দাবী তোলা হয়েছে, সপা প্রতিষ্ঠাতার এই বক্তব্যের ভিত্তিতে অবিলম্বে এফআইআর দায়ের করে তাঁকে গ্রেফতার করা উচিত যোগী আদিত্যনাথ সরকারের। পাশাপাশি এই নিয়ে মুলায়মকে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের খলনায়ক জেনারেল ডায়ারের সঙ্গে তুলনা করা হয়। এমনকি এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে আদালতেও যেতে চায় ভিএইচপি। তবে তার সঙ্গে মুলায়মকে খোঁচা দিতেও ছাড়েনি তারা, ভিএইচপির বক্তব্য, পুরভোটে মেরুকরণের উদ্দেশ্যেই এই মন্তব্য করেছেন মুলায়ম, নিজে রাজনৈতিক ভাবে ব্যর্থ হয়ে এখন ছেলে অখিলেশের জন্য জমি তৈরি করতে চাইছেন।