
হয়ে গেল দিল্লি বিধানসভা নির্বাচন। অরবিন্দ কেজরিওয়ালের নেতৃত্বে আম আদমি পার্টি ক্ষমতায় ফিরবে নাকি বিজেপির দখলে আসবে দিল্লি তা নিয়েই জল্পনা তুঙ্গে। লড়াইয়ে অনেক পিছিয়ে কংগ্রেস বা অন্যান্যরা। নির্বাচন কমিশনের নির্দেশ মেনে সন্ধ্যে ৬:৩০ টা থেকে শুরু হয়েছে এক্সিট পোল প্রকাশ।
ফেসবুকে আমাদের নতুন ঠিকানা, লেটেস্ট আপডেট পেতে আজই লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে। আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে।
আপনার মতামত জানান -
একনজরে দেখে নিন রিপাবলিক টিভির এক্সিট পোল –
ভোট শতাংশের হিসাবে –
আপ – ৫১-৫২%
বিজেপি – ৩৮-৪০%
কংগ্রেস – ৪-৫%
অন্যান্য – ৫%
আসন সংখ্যার হিসাবে –
আপ – ৪৮-৬১
বিজেপি – ৮-২১
কংগ্রেস – ০-১
অন্যান্য – ০
আপনার মতামত জানান -