বীরভূম যা অনুব্রত মণ্ডলের খাসতালুক নাম পরিচিত। এদিন বীরভূমের রাজনগরের লাউজোর কৃষি উন্নয়ন সমিতিতে ভোট ছিল। মোতে ভোটার ছিল ৭৩০ জন। মোট আসন ছিল ৯ টি। এর মধ্যে ৫ টি আসনে বাম প্রার্থীরা জয় পেয়েছেন। আর বাকি গুলোর মধ্যে তৃণমূল ৩ এবং বিজেপি ১ টি আসন পেয়েছে। সমান ভোট হলেও অনুব্রতর খাসতালুক বামেদের এই জয়কে গুরুত্ত্ব দিচ্ছে রাজনৈতিকমহল।
আপনার মতামত জানান -