এদিন সিউড়িতে তৃণমূলের জেলা সভাপতি অনুব্রত মণ্ডল সিপিএমকে কটাক্ষ করতে ছাড়লেন না। এদিন তিনি বলেন যে,‘‘সিপিএম পার্টিটা তো উঠে যেতে বসেছে। বোলপুর থেকে সিউড়ি আসার পথে শুনলাম গুসকরার সিপিএম পার্টি অফিসটা নাকি প্রমোটারের হেতে তুলে দেওয়া হয়েছে। সেখানে ফ্ল্যাট তৈরি হবে। কি অবস্থা বুঝুন দলটার। এখন তো এমন অবস্থা দলটাই উঠে যাবে।’’জেলাস্কুল মাঠে সিউড়ি এক ব্লক ও শহর তৃণমূলের মহিলা শাখার সম্মেলন ছিল। সেখানেই যোগ দিতে এসে এইকথা বলেন তিনি। প্রসঙ্গত গুসকরার আউসগ্রামে সিপিএম পার্টি অফিস লিজ দেওয়া হয়েছে, এই নিয়ে দলের মধ্যেই বিতর্ক দানা বেঁধেছে।যদিও সিপিএমের কেন্দ্রীয় কমিটির সদস্য রামচন্দ্র ডোম বিষয়টিকে সম্পূর্ণ অস্বীকার করেছেন। এদিন তিনি অনুব্রতবাবুর বিরুদ্ধেই প্রমোটারিরাজের অভিযোগ তুলেছেন। তিনি বলেন, ‘‘সিপিএম দলটা জনগণের রায় মেনে মাঠে ময়দানে ঠিক জায়গাতেই আছে৷ পঞ্চায়েত নির্বাচন এলেই অনুব্রতর দল বুঝতে পারবে সিপিএম কোথায় আছে৷” পাশাপাশি তিনি আরো বলেন যে, তৃণমূল সরকার পারলে গোটা রাজ্যটাকেই তো প্রমোটারের হাতে তুলে দিতে চাইছে৷
পার্টি অফিস ভাড়া দেওয়া নিয়ে অনুব্রত সিপিআইএম কাজিয়া তুঙ্গে
আপনার মতামত জানান -