সবং বিধানসভা উপনির্বাচন কেন্দ্রে সিপিএম প্রার্থীর নাম ঘোষণাকে ঘিরে এখন প্রবল বিভ্রান্তি ও ক্ষোভ বামফ্রন্টের অন্দরমহলেই। আসন্ন উলুবেড়িয়া লোকসভা এবং সবং ও নোয়াপাড়া বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের জন্য কংগ্রেস প্রস্তাব দিয়েছিল যে উলুবেড়িয়ায় তাদের সমর্থনে লড়াই করুক বামফ্রন্ট প্রার্থী। আর সবং এবং নোয়াপাড়া বিধানসভা ছেড়ে দেওয়া হোক কংগ্রেসের জন্য, কেননা ২০১৬ তে দুজায়গাতেই কংগ্রেসের বিধায়ক জিতেছিলেন।
কিন্তু কংগ্রেসের সঙ্গে কোনও আলোচনায় না গিয়েই বিমান বসুরা সবংয়ে প্রার্থী ঘোষণা করে দিয়েছেন একতরফা ভাবে। প্রদেশ কংগ্রেসের এক প্রথম সারির নেতা নিজের উষ্মা গোপন করতে পারেননি। তিনি বলে, আমরা বারবার হাত বাড়ানো সত্ত্বেও বামফ্রন্ট তাঁদের কেন্দ্রীয় নীতির কথা বলে আলাদা লড়াই করছে। এই আলাদা লড়াইয়ের মাধ্যমে বামেরা শুধু বিরোধী ভোট ভাগাভাগি করে শাসক তৃণমূলের সুবিধা করে দিচ্ছে। অন্যদিকে নাম প্রকাশে অনিচ্ছুক এক বাম নেতার আশঙ্কা যে তাঁরা যত এরকম বাছবিচার করে যাবেন, তত বাম ও কংগ্রেস থেকে ভোট বেরিয়ে বিজেপিতে যাবে। কারণ, সমর্থকদেরও ধারণা হবে, বামফ্রন্ট তো জিতবে না, কংগ্রেসও না, তাই ভোটটা ‘নষ্ট’ না করে বিজেপিকেই দেওয়া ভালো আর এর প্রকৃষ্ট উদাহরণ হল কাঁথি দক্ষিণ উপনির্বাচন যেখানে বাম-কংগ্রেসকে টপকে বিজেপি উঠে আসে দ্বিতীয়স্থানে। বাম এবং কংগ্রেস স্থানীয় নেতৃত্ত্বের আশঙ্কা, জোট না হওয়ায় সবং এবার দ্বিতীয় কাঁথি হতে চলেছে।
