
কিছুদিন আগেই ইংল্যান্ডে ভগিনী নিবেদিতার বাড়িটিকে হেরিটেজ ঘোষণা করার সময় সেখানে বিশেষ আমন্ত্রণ পেয়ে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর এবার স্বামী বিবেকানন্দের শিকাগো বক্তৃতার ১২৫তম বর্ষ উপলক্ষে সেখানে আয়োজিত বিশেষ অনুষ্ঠানে উপস্থিত থাকার আমন্ত্রণ পেলেন তিনি, মুখ্যমন্ত্রী জানিয়েছেন, সেই বিশেষ অনুষ্ঠানে উপস্থিত থাকার আপ্রাণ চেষ্টা করবেন তিনি। গতকাল মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নেতৃত্বে স্বামী বিবেকানন্দের বক্তৃতার ১২৫তম বর্ষ উদ্যাপন কমিটির প্রথম বৈঠকে কয়েকটি বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয় –
১. ১১ সেপ্টেম্বর বক্তৃতার দিনটিকে ‘সম্প্রীতি দিবস’ পালন করবে রাজ্য সরকার
২. স্বামী বিবেকানন্দের ওই বক্তৃতাটি স্কুল পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে
৩. স্বামী বিবেকানন্দের এই বক্তৃতাটি নবম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত সমস্ত ছাত্রছাত্রীকে শোনানো হবে
৪. ১১ থেকে ১৯ সেপ্টেম্বর পর্যন্ত ‘সম্প্রীতি সপ্তাহ’ হিসেবে পালন করা হবে
৫. সিমলা স্ট্রিটে স্বামী বিবেকানন্দের পৈতৃক বাড়িতে লাইট অ্যান্ড সাউন্ডের মাধ্যমে স্বামী বিবেকানন্দের জীবনী এবং বক্তৃতা দেখানো হবে
৬. ১১ সেপ্টেম্বর বেলুড়ে মূল অনুষ্ঠানের সূচনা হবে
৭.রাজ্য সরকারের তরফ থেকে সমাপ্তি অনুষ্ঠান হবে ১৯ সেপ্টেম্বর নেতাজি ইনডোর স্টেডিয়ামে
৮. রাজারহাটে বেলুড় মঠ সেন্টার ফর এক্সেলেন্স তৈরি করার যে উদ্যোগ নিয়েছে তাতে রাজ্য সরকারের তরফ থেকে আরও ১০ কোটি টাকা দেওয়া হবে
বৈঠকে উপস্থিত রামকৃষ্ণ মিশন বেলুড় মঠের সাধারণ সম্পাদক সুবীরানন্দ মহারাজ জানিয়েছেন, ১৮৯৩ সালের ১১ সেপ্টেম্বর শিকাগোতে যে হলে স্বামী বিবেকানন্দ বক্তৃতা দিয়েছিলেন, সেই আর্ট ইনস্টিটিউট অফ কলম্বাস হলে এবছর বক্তৃতার ১২৫ বছর উপলক্ষে এক ‘বিশেষ অনুষ্ঠান’ করতে চায় রামকৃষ্ণ মিশন বেলুড় মঠ। যদি তা শেষপর্যন্ত ভাড়া পাওয়া যায় এবং মুখ্যমন্ত্রীর সময় হয় তাহলে সেখানে ওই বিশেষ অনুষ্ঠান হবে।