
আসন্ন পঞ্চায়েত নির্বাচনে শেষ মুহূর্তের প্রচারকার্যে উত্তর ২৪ পরগনার নৈহাটির মামুদপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেস বিধায়ক শুভ্রাংশু রায়। এছাড়াও এদিনের প্রচার সভায় দলের তরফে উপস্থিত ছিলেন বারাকপুরের তৃণমূল সাংসদ দীনেশ ত্রিবেদী ও নৈহাটির তৃণমূল বিধায়ক পার্থ ভৌমিক সহ দলের অন্যান্য কর্মী ও সমর্থকেরা। এদিন শুভ্রাংশু রায়, নাম না করেই তাঁর পিতা একদা তৃণমূল কংগ্রেস নেতা মুকুল রায়ের সম্প্রতি করা এক বক্তব্যের তীব্র সমালোচনা করলেন ।
আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে
প্রসঙ্গত, সম্প্রতি মুকুল রায় আত্মবিশ্বাসী কন্ঠে বলেছিলেন, ”মমতা বন্দোপাধ্যায়কে মুখ্যমন্ত্রীর পদ থেকে তিনি যদি পদত্যাগ না করাতে পারেন, তবে তার নামে কুকুর পুষতে।” এদিনের প্রচারকার্য চলাকালীন বীজপুরের তৃণমূল কংগ্রেস বিধায়ক শুভ্রাংশু রায়কে তাঁর পিতা মুকুল মুকুল রায়ের কথার সূত্র ধরে প্রশ্ন করা হলে তিনি খুবই সাবলীল ভাবেই সাংবাদিকদের বললেন ,”২০১৯ সালে মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রী পদ থেকে পদত্যাগ করতেই হবে। কারণ, ২০১৯ সালে মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রী হবেন।” অপ্রত্যাশিত এই প্রশ্নে জবাবে এমন বলিষ্ঠ জবাব পেয়ে ঐ জায়গায় উপস্থিত সাংবাদিক গন সহ রাজনৈতিক মহলও কার্যত হতবাক। উত্তর ২৪ পরগনা জেলা তৃণমূল কংগ্রেস শীর্ষ নেতৃত্ব সূত্রে পাওয়া খবর অনুসারে, জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি তথা রাজ্যের খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের নির্দেশেই নৈহাটির মামুদপুর গ্রাম পঞ্চায়েতে তৃণমূল কংগ্রেস প্রার্থীদের সমর্থনে প্রচারকার্যে অংশগ্রহণ করেন বীজপুরের বিধায়ক শুভ্রাংশু রায়।