আজ উত্তরবঙ্গকে উন্নয়নের চাদরে মুড়ে দিতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আলিপুরদুয়ারে আজ প্রায় ৫৭ টি প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন তিনি বলে সূত্রের খবর। আলিপুরদুয়ার-২ ব্লকের উত্তর পারোকাটায় কলেজ সংলগ্ন মাঠে সরকারি অনুষ্ঠানের মঞ্চ থেকেই এই উদ্বোধনের পর্যায় শুরু করা হবে বলে জানা যাচ্ছে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে প্রায় ২০০ কোটি টাকার এই উদ্যোগের প্রায় ২৫ টি প্রকল্পের কাজ শেষ হয়েছে এবং আরো ৩২ টির শিলান্যাস আজ করে কাজটি শুরু করা হবে। একই সঙ্গে আলিপুরদুয়ারের রেল জংশনের নর্থ পয়েন্টের বছর ২২ এর বাসিন্দা মধু সরকার গুজরাটে কাজ করতে গিয়ে হঠাৎ মৃত্যুর কবলে পড়ার জন্য তাঁর পরিবারের সদস্যদের সরকারের পক্ষ থেকে আড়াই লক্ষ টাকার ক্ষতি পূরণ দেওয়া হবে বলেও জানা গেছে। মৃত শ্রমিকের মা মালা সরকার জানিয়েছেন, প্রশাসনের পক্ষ থেকে তাঁদের ক্ষতিপূরণের টাকা দেবার জন্য মুখ্যমন্ত্রীর কাছে নিয়ে যাবার কথা বলা হয়েছে। অন্যদিকে আলিপুরদুয়ার জেলা পরিষদের সভাধিপতি মোহন শর্মা বলেন, মঙ্গলবার হেলিকপ্টারে করে বেলা সাড়ে ১২ টা নাগাদ সভাস্থলে আসবেন মুখ্যমন্ত্রী, অনুষ্ঠানের পর সেখান থেকেই ফের হেলিকপ্টারে করেই শিলিগুড়ি ফিরে যাবেন তিনি।
জেলা প্রশাসন সূত্রে জানা যাচ্ছে, মুখ্যমন্ত্রী সভাস্থল থেকে কুমারগ্রাম ও আলিপুরদুয়ার-২ ব্লকে একটি করে আদিবাসী ছাত্রাবাস, ফালাকাটা ও মাদারিহাটে একটি করে ছাত্রী হস্টেল, কালচিনিতে মডেল হিন্দি স্কুল ও একটি আইটিআই কলেজ এবং মাদারিহাট, ফালাকাটা ও আলিপুরদুয়ার-১ ব্লকে একটি করে কর্মতীর্থ ভবন, নবনির্মিত হাসিমারা থানা ও কালচিনি থানার নতুন বিল্ডিংয়,ছোট শালকুমার, জয়ন্তী চা বাগান ও পাটকাপাড়াতে পরিশ্রুত পানীয় জল প্রকল্প ও ফালাকাটার জটেশ্বরে আশ্রম হস্টেল উদ্বোধন করবেন। এছাড়া ‘ডুয়ার্সকন্যা’ ও জয়গাঁয় অত্যাধুনিক মার্কেট কমপ্লেক্স উদ্বোধন করবেন তিনি। পাশাপাশি নতুন প্রকল্প হিসাবে জেলা সদর হাসপাতালের থ্যালাসেমিয়া কন্ট্রোল ইউনিট, বারোবিশা ও যশোডাঙায় একটি করে কর্মতীর্থ ভবন, কুমারগ্রাম চা বাগানে একটি উপ স্বাস্থ্যকেন্দ্রের শিলান্যাস করতে পারেন মুখ্যমন্ত্রী বলেও জানা যাচ্ছে।
উত্তরবঙ্গকে উন্নয়নে মুড়ে দিতে আজ আলিপুরদুয়ারে কল্পতরু হচ্ছেন মুখ্যমন্ত্রী
আপনার মতামত জানান -