কলকাতার বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন বিজেপির রাজ্য সভাপতিকে ফোন করে তাঁর শারীরিক অবস্থার খোঁজ খবর নিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা শাসকদল তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কলকাতার এক ওয়েব পোর্টালের প্রকাশিত খবর অনুযায়ী সন্ধ্যা সাড়ে সাতটা নাগাদ দিলীপবাবুকে ফোন করেন মুখ্যমন্ত্রী। দিলীপবাবুর আপ্ত সহায়কের সঙ্গে মিনিট পাঁচেক কথাও বলেন, দিলীপবাবুর অসুস্থতার কারণ সম্পর্কে খোঁজখবর নেন। এরপরেই ওই ওয়েব পোর্টালের দাবি, দিলীপবাবুর সরকারি হাসপাতালে চিকিৎসার জন্য যদি কোনও সহযোগিতা লাগে সেবিষয়েও নাকি মুখ্যমন্ত্রী আশ্বাস দেন।
যদিও এই খবরের সত্যতা বা সূত্র সম্পর্কে ওই ওয়েব পোর্টালে কিছু লেখা নেই, প্রিয়বন্ধু বাংলার তরফেও এই খবরের সত্যতা যাচাই করে দেখা সম্ভব হয় নি। এই প্রবন্ধ সম্পূর্ণরূপে ওই পোর্টালে প্রকাশিত খবরের পরিপ্রেক্ষিতে করা, কোনোভাবেই রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত নয় বা কোনো ব্যক্তি বা দলের সম্মানহানির উদ্দেশ্যে রচিত নয়।