এতদিন লুকিয়ে ভোট দেওয়া ছত্রধর মাহাতোর স্ত্রী তৃণমূলের মিছিলে যা নিয়ে ফের শুরু জল্পনা। রাজ্যের শাসক দলের পরিবর্তনের সময়ে ছাত্রধার মাহাতোর স্ত্রী নিয়তি মাহাত ভোট দিতেন না তারপর গত বিধানসভা নির্বাচনে তাঁকেই দেখা গেলো লুকিয়ে ভোট দিতে। আর এবার সমস্ত জল্পনা উস্কে দিয়ে তাঁকে দেখা গেলো তৃণমূল কংগ্রেস আয়োজিত মিছিলে দলীয় কর্মীদের সঙ্গে হাঁটতে। প্রসঙ্গত, মঙ্গলবার লালগড়ে দলীয় প্রার্থীর প্রচারে ব্লক যুব তৃণমূলের সভাপতি তন্ময় রায়ের নেতৃত্বে একটি মিছিল করা হয়। আর এদিন সেই মিছিলের প্রথম সারিতে পরিষদের প্রার্থী মাধবী বিশ্বাস, পঞ্চায়েত সমিতির প্রার্থী কালাচাঁদ হাঁসদা, গ্রাম পঞ্চায়েতের প্রার্থী পুতুল বাগরাই- এর সাথেই হাঁটতে দেখা গেলো নিয়তি দেবীকে। এই নিয়েই চড়েছে পারদ রাজনৈতিকমহলে কেননা বিজেপি নেতা মুকুল রায় নিয়তিদেবীর সঙ্গে দেখা করতে গিয়েছিলেন যদিও তিনি অনুপস্থিত থাকায় তাঁর সাথে দেখা হয়নি। আর তার পরেই জানা যায় যে মুখ্যমন্ত্রী নিয়তিদেবী ও তাঁর দুই ছেলের সঙ্গে দেখা করেন এবং ছত্রধর মাহাতোর স্ত্রীকে যাবতীয় সাহায্য ও ছেলেদের চাকরির ব্যাপারে প্রতিশ্রুতি দেন। আর তাই নিয়েই রাজনৈতিকমহলের প্রশ্ন তবে কি বদলাচ্ছে সমীকরণ ?
আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে
কেননা তৎকালীন বিরোধী নেত্রী ও বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাম আমলে সেই ছত্রধর মাহাতোর হাত ধরেই জঙ্গলমহলের আন্দোলনে সামিল হয়েছিলেন। আর তারপর ছত্রধর মাহাতো গ্রেফতার হয়। মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার পর জেলবন্দিদের মুক্তি দেবার কথা বলেন। মনে করা হয়েছিল সেই তালিকায় সবার প্রথম নামটি হবে ছত্রধর মাহাতো-র। কিন্তু আজ পর্যন্ত ছাড়া পাননি ছত্রধর মাহাতো। এদিকে মুকুল রায় পঞ্চায়েত ভোটের প্রচার শুরু করেছিলেন জঙ্গলমহল থেকেই।এবং ছত্রধর মাহাতোর বাড়ি থেকেই শুরু হয় সেই প্রচার। আর তার পরেই শোনা যাচ্ছে মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী নিয়তিদেবী ও তাঁর দুই ছেলের সঙ্গে দেখা করেন এবং ছত্রধর মাহাতোর স্ত্রীকে যাবতীয় সাহায্য ও ছেলেদের চাকরির ব্যাপারে প্রতিশ্রুতি দেন। এখানেই শেষ নয় ছত্রধর মাহাতোকেই মুক্তি দেওয়া হবে বলে খবর পাওয়া গেছে। আবার ছত্রধর মাহাতোর স্ত্রী যিনি কোনদিন ভোট দিতেন না যাওবা দিতেন তও লুকিয়ে সম্প্রতি তিনিই তৃণমূলের মিছিলে হাঁটছেন ফলে রাজনৈতিকমহলের প্রশ্ন মুকুল রায় বিজেপিতে টেনে নিতে পারেন ছত্রধর মাহাতোর পরিবারকে এই আশঙ্কা থেকেই কি এই সব ঘটছে জঙ্গলমহলে ? আর তাই কি গুরুত্ত্ব বেড়ে গেলো ছত্রধর মাহাতোর পরিবারের ? অবশ্য নিয়তি দেবীর শাসক দলের মিছিলে যোগদান প্রসঙ্গে লালগড় ব্লক যুব তৃণমূলের সভাপতি তন্ময় রায় বললেন, “মুখ্যমন্ত্রী উন্নয়নের উপর আস্থা রেখেছেন নিয়তিদেবী। সেই কারণে তৃণমূলের মিছিলে যোগ দিয়েছেন।”